শিলাবৃষ্টিতে বিপর্যস্ত মণিপুর,ঝড়ের দাপটে গাছ উপরে ভেঙেছে একাধিক বাড়ি
Manipur hit by hailstorm, several houses were broken by trees

The Truth of Bengal: শিলা বৃষ্টিতে বিপর্যস্ত মনিপুর। ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা আগেই জানিয়েছিল মৌসম ভবন। শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা জমি। নষ্ট হয়েছে ফসল। ঝড়ের দাপটে গাছ উপরে ভেঙেছে একাধিক বাড়ি। উত্তর-পূর্বের এই রাজ্যের রবিবার দুপুর থেকে শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি চলে রাত পর্যন্ত। ইম্ফল পশ্চিম জেলার কাঞ্চিপুর এবং তেরা এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। ব্যাপক শিলাবৃষ্টির জেরে মনিপুরের রাস্তায় জমেছে ৪ থেকে ৫ ইঞ্চি শিলাস্তর। ক্ষতিগ্রস্ত একাধিক কাঁচা ও পাকা বাড়ি।
বাড়ির টিনের চাল ফুটো করে ঘরে ঢুকেছে বরফের টুকরো। শিলা বৃষ্টির আঘাতে ভেঙেছে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির কাজ। গাছ উপড়ে পড়ায় একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন। বৈদ্যুতিক পোল উপড়ে পড়া ও বহু জায়গায় তার ছিঁড়ে যাওয়ায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। রাস্তা থেকে বরফ সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যয়ের পর মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ক্ষতিগ্রস্তদের সাহায্যে আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সারিয়ে দেবে সরকার। বাড়ি গুলির ছবি পাঠাতে হবে স্থানীয় প্রশাসনকে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।