দেশ
ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ
Manipur Chief Minister N Biren Singh submits resignation at Raj Bhavan

Truth Of Bengal: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর রাজভবনে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে পদত্যাগের চিঠি হস্তান্তর করেন তিনি।
Manipur CM N Biren Singh hands over the letter of resignation from the post of Chief Minister to Governor Ajay Kumar Bhalla at the Raj Bhavan in Imphal. pic.twitter.com/zcfGNVdPPo
— ANI (@ANI) February 9, 2025
বীরেন সিংহ ২০১৭ সালে প্রথমবার মণিপুরের মুখ্যমন্ত্রী হন। তার দ্বিতীয় মেয়াদে, ৩ মে, ২০২৩ থেকে, উপত্যকাভিত্তিক মেইতেই এবং পাহাড়ি জেলা গুলির অধিকাংশ জনগণ কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘর্ষে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়।