দেশ

ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ

Manipur Chief Minister N Biren Singh submits resignation at Raj Bhavan

Truth Of Bengal: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর রাজভবনে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে পদত্যাগের চিঠি হস্তান্তর করেন তিনি।

বীরেন সিংহ ২০১৭ সালে প্রথমবার মণিপুরের মুখ্যমন্ত্রী হন। তার দ্বিতীয় মেয়াদে, ৩ মে, ২০২৩ থেকে, উপত্যকাভিত্তিক মেইতেই এবং পাহাড়ি জেলা গুলির অধিকাংশ জনগণ কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘর্ষে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়।

Related Articles