দেশ

মমতাই হাল ধরুন ইন্ডিয়া জোটের, চাইছেন সমাজবাদী পার্টির নেতৃত্ব

Mamata takes the lead of the India Alliance, wants the leadership of the Samajwadi Party

Truth Of Bengal: ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়।দেশের বৃহত্তম রাজ্য থেকে এই দাবি উঠে এল।বিজেপিকে রুখতে একথাই তুলে ধরলেন সমাজবাদী পার্টির নেতা উদয়বীর সিং।উদয়বীরের স্পষ্ট বার্তা,মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান তাহলে তাঁকে মেনে নেওয়া দরকার ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যদের।কারণ বিজেপিকে রোখার মতো আর কোনও দলের সেভাবে ক্ষমতা নেই।

একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন সাম্প্রদায়িক রাজনীতিকে রুখতে পারেন। যেহেতু হরিয়ানা,মহারাষ্ট্রে শত চেষ্টা করেও কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারেনি,তাই তাঁদের অকংগ্রেসি দলকে জোটের রাশ ছেড়ে দেওয়া দরকার।কংগ্রেসের বড় দাদার ভূমিকা পালন যে সমাজবাদী পার্টি ভালো চোখে দেখছে না তা উত্তরপ্রদেশের বিরোধী দলের এই নেতা স্পষ্ট করে দিয়েছেন।এই অবস্থায় তৃণমূল নেত্রী যে বলেছেন,বাংলা থেকেই দিল্লির ইন্ডিয়া জোট চালাতে সক্ষম তিনি,তা জাতীয় স্তরে চর্চায় উঠে আসছে।বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি চাইছে   ,সবার আগে মমতা মডেল কার্যকর  করা হোক।একের বিরুদ্ধে এক এই ফর্মূলা কার্যকর করার পক্ষে সওয়াল করছেন সপা নেতৃত্ব।

তাই সমাজবাদী পার্টির মতোই কংগ্রেস সহ অন্যান্য দল তাতে সম্মতি দিলে বিরোধী শিবিরের রাজনৈতিক লড়াই  যে বলিষ্ঠ হতে পারে তা একপ্রকার নিশ্চিত অখিলেখ যাদবের ঘনিষ্ঠ নেতা।বরাবরই অখিলেশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা সুসম্পর্ক রয়েছে। তৃণমূল কংগ্রেসের মতোই –সমাজবাদী পার্টিও সমঝোতার ডোর শক্তিশালী করতে ফেডারেল ফ্রন্টের পক্ষে।এই অবস্থায় জাতীয় স্তরে অন্যদল কতটা সদর্থক ভূমিকা নেয়,তারওপর ধর্মনিরপেক্ষ শিবিরের সাফল্যের রসায়ন নির্ভর করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।এরমধ্যে উত্তরপ্রদেশে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছেড়ে দেয় সমাজবাদী পার্টি।

Related Articles