দেশমসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর
Trending

শেষলগ্নে শিলচরে মমতা, নজরে আজ অসমের প্রচার…

Mamata Banerjee in Assam campaign today

The Truth Of Bengal: প্রচারে আজ অসমে মমতা বন্দ্যোপাধ্যায়, শেষলগ্নে আজ শিলচরে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অসমের চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল,দলীয় প্রার্থীদের উৎসাহিত করতে দুপুরে তৃণমূল সুপ্রিমোর জনসভা।তৃণমূল নেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত অসম,অসমের টাউন ক্লাবের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আগামীকালও সভা আছে তৃণমূল সুপ্রিমোর।

লোকসভার প্রথম দফার ভোট প্রচারের শেষ লগ্নে বুধবার অসমের শিলচরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে রাজ্যে দলীয় প্রার্থীদের উৎসাহিত করতে দুপুরে তাঁর জনসভা। তৃণমূল নেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত  অসম। সেই রাজ্যের চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল। বিশেষ বিমানে বেলা সাড়ে ১২টায় শিলচর বিমানবন্দরে পৌঁছেই তিনি চলে যাবেন টাউন ক্লাবের মাঠে। লোকসভার প্রথম দফার ভোট প্রচারের শেষলগ্নে আজ অসমের শিলচরে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকালও সভা আছে তৃণমূল সুপ্রিমোর।

 

Related Articles