দেশ
Trending

গত ৩ বছরে অধিকাংশ ভারতীয় আর্থিক কেলেঙ্কারির শিকার, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়

Majority of Indians were victims of financial scams in the last 3 years, the survey revealed shocking data

The Truth Of Bengal, Mou Basu: গত ৩ বছর প্রায় ৪৭% ভারতীয় কোনো না কোনো ভাবে আর্থিক কেলেঙ্কারির শিকার হয়েছেন। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক একটি সমীক্ষায়। সমীক্ষায় আরও বলা হয়েছে, ইউপিআই বা ডিজিটাল পেমেন্ট আর ক্রেডিট কার্ডেই সবচেয়ে বেশি আর্থিক জালিয়াতি হয়েছে।

লোকালসার্কেলস নামে একটি সংস্থা দেশের ৩০২টি জেলায় ২৩ হাজার ব্যক্তির ওপর গবেষণা চালায়। সিংহভাগ মানুষের বক্তব্য কোনো না কোনো সময় দেশি৷ বিদেশি নানান সংস্থা তাদের ওপর অন্যায় ভাবে ক্রেডিট কার্ডের পেমেন্ট বাবদ অতিরিক্ত শুল্ক চাপিয়ে বেশি অর্থ আদায় করেছে। ৪৩% মানুষ জানিয়েছে তারা কোনো না কোনো সময় ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার হয়েছে। ৩৬% মানুষ ডিজিটাল পেমেন্টের জালিয়াতির শিকার হওয়ার কথা জানিয়েছে।

৫৩% মানুষ দেশি বা বিদেশি ওয়েবসাইট মারফত অনলাইনে কেনাকাটা করার সময় জালিয়াতির শিকার হয়েছে বলে জানিয়েছে। লোকালসার্কেলসের সমীক্ষায় বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী শুধু ২০২৩-২৪ আর্থিক বছরেই ১৬৬% বেড়েছে আর্থিক জালিয়াতির ঘটনা। ক্ষতি হয়েছে ৩৬ হাজার কোটি টাকার বেশি।

Related Articles