দেশ

ভয়ংকর কাণ্ড! সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার, সাংসদ ও বিধায়ক

maharashtra deputy speaker mp mlas jump off 3rd floor of mantralaya

Truth Of Bengal : মহারাষ্ট্রে ভয়াবহ কাণ্ড! হঠাৎ কী ঘটল? মহারাষ্ট্রে চলছিল ধনকড় সমাজের সংরক্ষণের বিরোধিতা। আর এই প্রতিবাদ চলাকালীন সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। শুধু তাই নয়, তাঁর সাথে ঝাঁপ দিয়েছেন বিজেপি বিধায়ক হেমন্ত সাভ্রা ও সাংসদ কিরান লাহামাতে-সহ আরও বেশ কয়েকজন। তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই। তারা সকলেই সুস্থ রয়েছেন। কিন্ত এত উঁচু থেকে পড়ার পরেও কীভাবে তারা বহাল তবিয়তে রয়েছেন? জানা যায়, সচিবালয়ের নির্মীয়মাণ বিল্ডিংয়ের নিচে নিরাপত্তা স্বরূপ বিছিয়ে রাখা জালে আটকে যান তারা। অবশেষে তাঁদের পুলিশ উদ্ধার করে।

পুলিশ তিন জনকেই নিরাপদে জাল থেকে উদ্ধার করেছে। প্রসঙ্গত, ঝাঁপ দিয়ে আত্মহত্যা রুখতে ২০১৮ সালেই সচিবালয় চত্বরে জাল লাগানো হয়। মূলত  ধাঙড় গোষ্ঠীর বসবাস পশ্চিম মহারাষ্ট্র এবং মরাঠাওয়াড়া অঞ্চলে। বেশ কয়েক বছর ধরেই তাঁরা সরকারের কাছে তফসিলি জনজাতির তকমা চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত মাসেই ধাঙড় গোষ্ঠীর এক নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রতি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, দাবি পূরণ না হলে তাঁদেরও শিন্ডেকে প্রয়োজন নেই।

Related Articles