দেশ

পুরীর জগন্নাথ মন্দিরের মহা প্রসাদ বিনামূল্যে! পরিকল্পনা ওড়িশা সরকারের

Maha Prasad of Jagannath Temple in Puri is free! Such is the plan of Odisha government

Truth Of Bengal: হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান পুরীর জগন্নাথ মন্দির। প্রতিবছর রথযাত্রার সময় জগন্নাথ মন্দিরে বীর জমিয়ে থাকেন লক্ষাধিক ভক্ত। এবার সেই পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিনামূল্যে ভক্তদের বিলি করার সিদ্ধান্তের পথে হাঁটছেন ওড়িশা সরকার।

সম্প্রতি উড়িষ্যা রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন খুব শীঘ্রই এই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার ভাবনা চলছে। পৃথ্বীরাজ বলেন ‘‘পুরীর মন্দিরের মহাপ্রসাদ পেতে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। আমরা শীঘ্রই তাঁদের বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি কি না, তা ভেবে দেখা হচ্ছে।’’ তিনি আরও জানান, “সাধারণ দিনেই পুরীর জগন্নাথ মন্দিরে ৫০ হাজারের কাছাকাছি মানুষ ভিড় করেন। আর উৎসব থাকলে প্রতিদিন ভক্তসংখ্যা পৌঁছয় দেড় থেকে দু’লাখে!” এখন প্রশ্ন একটায় এত মানুষকে বিনামূল্যে প্রসাদ দেওয়া সম্ভব হবে।

এই প্রসঙ্গে মন্দির কর্মীরা জানিয়েছেন জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ তা বিক্রির জন্য নয়। এক হতে পারে মন্দিরের তৈরি সুয়ারা এবং মহাসুয়ার মহাপ্রসাদ বিলি করা। না হলে  সরকারি উদ্যোগে নির্দিষ্ট পরিমাণ প্রসাদ বিলি করা। কিভাবে প্রসাদ বিলি করা হবে এখনও সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।  তবে সরকারের এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলি করলে উপকৃত হবেন অনেক গৃহহীন দরিদ্র মানুষরা।

সরকারের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সুয়ারা-মহাসুয়ারা নিযোগের সভাপতি পদ্মনাভ মহাসুয়ারাও তিনি বলেন, ‘‘আমরাও এই প্রস্তাবে খুশি। ২০১৭ সালেও এমন একটি উদ্যোগ শুরু হয়েছিল। কিন্তু কিছু দিন চলার পর তা বন্ধ হয়ে যায়। এখন যদি আবার ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়, তা হলে ভালই হবে। তবে দীর্ঘ সময় ধরে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সরকারি সাহায্য প্রয়োজন।’’

Related Articles