
The Truth of Bengal: আর মাত্র কয়েকদিন বাকি। বিধানসভা নির্বাচনের আগে দলের কোন্দল মেটাতে পারল না বিজেপি নেতৃত্ব। মধ্যপ্রদেশে এবার ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পারে বিজেপির কাছে। ভোটের আগে একাধিক সমীক্ষায় মধ্যপ্রদেশে ক্ষমতা হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে বিজেপির। ইঙ্গিত মিলছে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। ফলে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ থাকায় তেড়েফুঁড়ে আসরে নেমেছে বিজেপি। তবে প্রকট হচ্ছে দলীয় সংগঠনের হতাশাজনক ছবি। এই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির নেতাদের কাছে।
পদ্মফুলের ছাতার তলায় থাকলেও সামনে আসছে পাঁচটি শিবির। আর সেইসব শিবিরের মাথায় আছেন বড় বড় নেতারা। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, নরেন্দ্র সিং তোমর, কৈলাস বিজয়বর্গীয়, প্রহ্লাদ প্যাটেল ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই পাঁচ নেতা নিজেদের মতো করে ভোটের ময়দানে নেমেছেন। শেষপর্যন্ত যদি বিজেপি জেতে তা হলে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী। এত দ্বন্দ্বের মাঝে বিজেপির কাছে এটাই বড় প্রশ্ন। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রতি যে দলের আর তেমন আস্থা নেই তা ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে।
গত ক’বছর ধরে মুখ্যমন্ত্রীকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ চরমে উঠেছে। বাড়ছে অসন্তোষ। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল দিল্লির নেতারা। তাই তাঁকে এবার আর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান না দিল্লির নেতারা। ইতিমধ্যে যে ইঙ্গিত পাওয়া গিয়েছে। চতুর্থবার তালিকা প্রকাশের সময় টিকিট পান শিবরাজ। সংশয় ছিল শেষপর্যন্ত তাঁকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে। দিল্লির বড় নেতারা পালা করে প্রাচারে আসলেও দলের মধ্যে গাছাড়া মনোভাব ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে।
Free Access