দেশ

লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

Lok Sabha passes Women's Reservation Bill

The Truth of Bengal: বুধবার লোকসভায় পাশ হয় ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’ মহিলা সংরক্ষণ বিল। ৪৫৪ জন সাংসদ এই বিলের সপক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন মাত্র ২ জন। লোকসভায় এই বিল পাশ হওয়ার পরই টুইট করে সকল সাংসদদের সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের জন্য মঙ্গলবার নতুন বিল পেশ করেছিল কেন্দ্রের মোদি সরকার। যে বিলের পোশাকি নাম, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ১২৮তম সংবিধান সংশোধনী বিল হিসাবে তা লোকসভায় পেশ করেন। বুধবার সংসদের নিম্নকক্ষে বিরোধীদের নিরঙ্কুশ সমর্থনে বিলটি পাশ হয়ে যায়। বৃহস্পতিবার বিল নিয়ে আলোচনা হয় রাজ্যসভায়। প্রথামাফিক রাজ্যসভায় এই বিল পাশ করিয়ে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন এলে মহিলাদের জন্য লোকসভা-বিধানসভায় আসন সংরক্ষণ চালু হয়ে যাবে।এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে রাজ্যসভা ও আইন পরিষদে এই আসন সংরক্ষণের নিয়ম কার্যকর হবে না।

বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, লোকসভা নির্বাচনের পর জনগণনা ও বিধানসভাগুলির সন পুনর্বিন্যাস করা হবে। তারপর এই আইন কার্যকর হবে। ২০২১ সালে দেশে জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু, কোভিডের জন্য তা পিছিয়ে যায়। ২০২৪ সালের লোকসভা ভোটের পর জনগণনা হবে দেশে। তাই ২০২৯ সালের আগে এই আইন কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে।এই বিল নিয়ে সেই অর্থে কোনও রাজনৈতিক দল বড় কোনও আপত্তি করেনি। ফলে দীর্ঘদিন বকেয়া থাকা বিলটি এবার আইন হওয়ার পথে।

Related Articles