দেশ

ফের উত্তপ্ত লোকসভা, হাতকড়া পরে বিক্ষোভ বিরোধীদের

Lok Sabha heated up again, opposition protesters in handcuffs

Truth Of Bengal: বৃহস্পতিবার ফের উত্তপ্ত হল লোকসভা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় প্রবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে বিরোধী দলগুলির সদস্যদের হট্টগোলের কারণে অধিবেশন শুরু হওয়ার প্রায় ১০ মিনিট পরে, লোকসভার কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম শুরু হওয়ার পরই আমেরিকা থেক ফিরে আসা মানুষদের বিষয়টি লোকসভায় তোলা হয়। এর আগে, নির্বাচন কমিশনের উপর প্রশ্ন তুলেছিলেন অখিলেশ যাদব।

কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি) এবং আরও কিছু বিরোধী দলের নেতারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ইস্যুতে সংসদ প্রাঙ্গণে বিক্ষোভ দেখান এদিন। কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব এবং বিক্ষোভে অংশ নেওয়া আরও বেশ কয়েকজন বিরোধী সাংসদের হাতে এসময় হাতকড়া পরা ছিল। তাঁরা ‘দেশের অপমান আমরা সহ্য করব না’ এবং ‘মোদি সরকার নিপাত যাক’ স্লোগান দেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভদ্র, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং আরও বেশ কয়েকজন বিরোধী নেতা এই বিক্ষোভে যোগ দেন।

Related Articles