দেশ

lok sabha election 2024: শনিবারই দিল্লি থেকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, বাংলায় কত দফায়?

lok sabha election 2024: date of Lok Sabha polls will be announced from Delhi

The Truth of Bengal: সমস্ত জল্পনার অবসান।শনিবারই লোকসভা ভোটের দিন ঘোষণা  করা হতে পারে।মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বাধীন ফুলবেঞ্চ এই নির্বাচন ঘোষণা করতে তত্পর। গত সোমবারই রাজীব কুমার এই ইঙ্গিত দেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জম্মু ও কাশ্মীর সফরের সময় জানিয়ে দেন কমিশন পুরোপুরি প্রস্তুত।কিন্তু লোকসভা ভোটের আগে   নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগের পর প্রশ্ন ওঠে,ফুলবেঞ্চ না থাকলে কীভাবে নির্বাচন সুষ্ঠু,অবাধও শান্তিপূর্ণ হবে ? এই অবস্থায়  দেশের দুই নির্বাচন কমিশনারের পদে সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে বেছে নেওয়া হয়।

এই দুই শূন্যপদে নিয়োগের জন্য বৃহস্পতিবার বৈঠকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা হিসাবে কমিটিতে রয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। বৃহস্পতিবার দুপুরে নতুন দুই নির্বাচন কমিশনারের নাম প্রকাশ্যে আনা হয়। মোদী এবং অধীর ছাড়াও বাছাই সংক্রান্ত কমিটির তৃতীয় সদস্য হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রশ্ন উঠছে,ভোট কোন রাজ্যে  ক দফায় হবে ? অন্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও কী একাধিক দফায় ভোট হবে ? কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ?  আশা করা হচ্ছে এপ্রিল এবং মে মাস জুড়ে একাধিক দফায় ১৮তম লোকসভা নির্বাচন  হতে পারে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় সাত দফায় ভোট করিয়েছিল নির্বাচন কমিশন। চলতি বছরও একইভাবে ভোট   হওয়ার জোরালো সম্ভাবনা। তবে সম্পূর্ণ নির্ঘন্ট প্রকাশ না হলে ছবিটা পরিস্কার হবে না বলাই যায়। সূত্রের খবর, ১৫ থেকে ২০ এপ্রিলে হতে পারে প্রথম দফায় নির্বাচন।  পশ্চিমবঙ্গে কত দফায় হতে পারে নির্বাচন , আলোচনায়  রাজনৈতিক  মহল তবে মনে করা হচ্ছে ২০১৯ সের লোক সভা মতই ফের ৬ থেকে ৭ দফায় হতে পারে বাংলার লোক সভা নির্বাচন।

Related Articles