
The Truth Of Bengal Desk : বুধবার গভীর রাতে দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ মধ্যপ্রদেশে। ঘটনায় নিহত ৮ ও আহত ১। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইন্দোর-আমেদাবাদ জাতীয় সড়কের ঘাটাবিলোডের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ভয়াবহ সংঘর্ষটি ঘটেছে একটি অজ্ঞাত যানবহন ও একটি জিপের সঙ্গে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রূপেশ কুমার দ্বিবেদীর জানিয়েছেন , “ইন্দোর-আমেদাবাদ জাতীয় সড়কের ঘাটাবিলোডের কাছে একটি অজ্ঞাত যানবাহনের সাথে একটি জিপের সংঘর্ষ হয়। এবং সেই সংঘর্ষের ফলে আহত হয় ৮ জন।” তিনি আরো বলেন, “দূর্ঘটনার পর অজ্ঞাত পরিচয় গাড়ির চালক এখনো নিখোঁজ”। ইতিমধ্যেই সেই ব্যক্তির খোঁজ শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ঘটনায় আহত একজন বর্তমানে চিকিৎসাধীন। তবে কি করে এমন ভয়াবহ ঘটনা ঘটল? তদন্ত শুরু করেছে পুলিশ।