দেশ

যৌন হেনস্থা থেকে আত্মরক্ষার তাগিদে হত্যা করলে শাস্তি পাবেন না হত্যাকারী: মাদ্রাজ হাইকোর্ট

Killing in self-defence against sexual harassment will not punish the killer: Madras High Court

Truth Of Bengal: আরজি কর কাণ্ডের আবহে মাদ্রাজ হাইকোর্টের নজিরবিহীন পদক্ষেপ। যৌন হেনস্থা থেকে আত্মরক্ষার তাগিদে কাউকে হত্যা করলে শাস্তি পাবেন না হত্যাকারী। একদিকে আর জি কর কাণ্ডে তোলপাড় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। এমনকি এই ঘটনার আঁচ গিয়ে পড়েছে বিদেশের মাটিতেও। তার মাঝেই মাদ্রাজ হাইকোর্টের বেনজির রায়।

প্রসঙ্গত, বিচারপতি জয়চন্দ্রনের বেঞ্চে একটি খুনের মামলা আসে। এক মহিলার বিরুদ্ধে তার স্বামীকে খুনের অভিযোগে দায়ের হয় এই মামলা।কিন্তু এই খুনের পেছনে থাকা কারণ শুনলে আঁতকে উঠবেন আপনিও। অভিযুক্ত মহিলা আদালতে জানান, তাঁর স্বামী মদ্যপ অবস্থায় তাঁদের মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করে। তখনই মেয়েকে বাঁচাতে এগিয়ে আসে ওই মহিলা।

জানা যায়, প্রথমে মহিলাটি একটি কাঠের ছুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেন৷ কিন্তু তারপরও তাঁর স্বামী থামেনি৷ কার্যত আর কোনও উপায় না দেখে হাতে তুলে নেন হাতুড়ি। হাতুড়ি দিয়ে আঘাত করেন স্বামীর মাথায়। যার জেরে মৃত্যু হয় হেনস্থাকারী ব্যক্তিটির ৷

উল্লেখ্য, ৪৮২ সিআরপিসি ধারার অধীনে আদালতে ওঠে এই মামলা৷ এই ঘটনায় মাদ্রাজ হাইকোর্ট জানায়, ধারা ৯৭, ৩৫৪, ৩৭৫, ৩৫৪-এ, ৩৫৪-বি ধারা যৌন অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অনুমতি দিয়েছে ৷ অবশেষে হাইকোর্টের বিচারপতি জয়চন্দ্রনের বেঞ্চ জানায়, যৌন হেনস্থার মতো ঘটনায় নিজেকে বা অন্য কাউকে রক্ষা করার জন্য যদি এমন কোনো পদক্ষেপ নেয় যেখানে হেনস্থাকারীর মৃত্যু হয়, সেক্ষেত্রে কোনোরকম শাস্তি পাবেন না হত্যাকারী। কার্যত, বিচারকের নির্দেশে শাস্তি থেকে মুক্তি পান ওই মহিলা।