ধনকড়কে কড়া চিঠি খাড়গের, পত্রবাণে এককাট্টা বিরোধী শিবির…
Kharg's letter to Dhankar, opposition camp united in letters...

The Truth Of Bengal: সাংসদদের সাসপেনশন ইস্যুতে আলোচনায় বসার প্রস্তাব উড়িয়ে দিয়ে ধনকড়কে কড়া চিঠি লিখলেন খাড়গে। যেভাবে কেন্দ্রের শাসকদের উদ্ধত,গণতন্ত্র ধ্বংসকারীদের সমর্থন করা হয়েছে,তা কোনওদিনই সমর্থনযোগ্য নয়।রাজ্যসভার চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছেন বিরোধী দলের নেতা।খাড়্গের পত্রবাণে পরিস্কার এককাট্টা বিরোধী শিবির সরকার বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে।এর মাঝে নীতিশ কুমার ইঙ্গিত দিয়েছেন ,ইন্ডিয়া জোট যাঁকেই মুখ বাছুন তাতে তাঁর আপত্তি নেই।
বিতর্ক কিছুতেই থামছে না।চব্বিশের ভোটের আগে সাংসদদের সাসপেন্ড করার ইস্যুতে যুযুধান শিবিরের তোপধ্বনিতে তপ্ত জাতীয় রাজনীতি।কেন ১৪০জনের ওপর সাংসদকে সাসপেন্ড করা হল,সেই প্রশ্ন তুলে এনডিএ শিবিরকে আক্রমণ শানায় বিরোধী ইন্ডিয়া জোট।এই অবস্থায় উত্তাপ কমাতে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়্গকে আলোচনায় ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।
চব্বিশের ভোটের আগে শীতকালীন অধিবেশনই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন।সেই অধিবেশনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিরোধী সাংসদদের বরখাস্ত বা বহিষ্কার করে আসলে আলোচনার মঞ্চকে কলুষিত করেছে বলে কংগ্রেস সহ অবিজেপি দলগুলোর দাবি।তাঁরা মনে করছেন,৫ রাজ্যের ভোটে দারুণ ফল হওয়ায় বিজেপি আরও আগ্রাসী হয়ে উঠেছে।দমনপীড়ন করে বিরোধীশূন্য সংসদে ন্যায়সংহিতা সহ নানা বিতর্কিত বিল পাস করিয়ে নিয়েছে।এবার জনতার মঞ্চে বিজেপির এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে প্রচার করতে চায় ইন্ডিয়া জোটের সদস্যরা।সেইলক্ষ্যে জনমত গড়ার জন্য তৈরি হচ্ছে বিরোধীশিবির।এর মাঝে জয়রাম রমেশ ঘোষণা করেছেন ১৯ডিসেম্বর পরবর্তী বৈঠক হবে।বৈঠকে মূলতঃ আসন রফা আর যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা হবে।বিরোধী শিবিরের ঐক্যের আবহও জোরদার হচ্ছে।নীতীশ কুমার জানিয়েছেন,জোটের বৃহত্তর অংশ যাঁকে মুখ বেছে নেবে তাঁকেই মেনে নেবে জেডিইউ।মুখ নিয়ে কোনও আপত্তি নেই বিরোধী নেতাদের।
Free Access