আন্তর্জাতিক ফোরামে জল অধিকারের দাবি উত্থাপন করার হুঁশিয়ারি খালেদা পুত্রের
Khaleda's son warns of raising water rights demands at international forums

Truth Of Bengal: বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মাঝে তিস্তা চুক্তি নিয়ে সরব খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। “তিস্তা বাঁচাও, নদী বাঁচাও” আন্দোলন চলছে প্রতিবেশী দেশে। দু’দিনের প্রতিবাদ অভিযানের শেষ দিন অর্থাৎ মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে এক সমাবেশ আয়োজিত হয়। সেখানেই ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি নেতা। যা রংপুর অঞ্চলের ১১টি ভিন্ন স্থানে একযোগে সম্প্রচার করা হয়েছিল।
তিনি বলেন, “তিস্তা নদীর জলের ওপর আমাদের ন্যায্য অধিকার আছে। প্রতিবেশী দেশ ভারত যদি জলের ন্যায্য অংশীদারি না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা প্রকাশ করে, তা হলে দেশ ও জনগণের স্বার্থে কৃষি, কৃষক ও নদী বাঁচাতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ৫৪টি নদীর জলবণ্টন করতে হবে।”
“ভারত যদি ন্যায্যতা না দেয় এবং কৃষি ও কৃষকদের সুরক্ষায় অনীহা না দেখায়, তাহলে বাংলাদেশকে টিকে থাকার জন্য একটি নতুন উপায় খুঁজে বের করতে হবে।” প্রয়োজনে তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ফোরামে জল অধিকারের দাবি উত্থাপন করবেন বলে জানান বিএনপি নেতা। শেষে বলেন, তিস্তা সমস্যা সমাধানের জন্য, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আসতে হবে। একটি নতুন স্লোগান তুলতে হবে: ‘তিস্তা বাঁচাও, বাংলাদেশ বাঁচাও’।”
পাশাপাশি, এদিনের সমাবেশ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির পাশে দাঁড়ানোর জন্য জনসাধারণকে আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, জনগণের সাথে একসাথে বিএনপি দেশের সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবে।