আদানিতেই আস্থা! ‘মোদীর বন্ধু’র সঙ্গে চুক্তি কেরলের বাম সরকারের
kerala government completes deal with adani group on port construction

Truth Of Bengal: আদানি-ইস্যুতে তোলপাড় রাজনীতি। আর্থিক কেলেঙ্কারির গুরুতর অভিযোগে বিদ্ধ গৌতম আগানি ও তাঁর ভাইপো সাগর আদানি। ঘুষ নেওয়ার অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার আদালত। এদিকে, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই এই ইস্যুকে হাতিয়ার করে শাসক বিজেপিকে চেপে ধরতে চাইছে বিরোধীরা। তবে, তারই মাঝে এবার আদানিদের সঙ্গে চুক্তি করল ইন্ডিয়া জোটের অন্যতম শরিকদল সিপিএম।
কেরলে আন্তর্জাতিক বন্দর নির্মাণের জন্য আদানি গ্রুপকে বরাত দিল সে রাজ্যের বাম সরকার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ভিজিনজাম বন্দর নির্মাণের জন্য আদানি পোর্ট লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে। ৫ বছরের জন্য এই চুক্তির প্রথম ধাপের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শুরু হবে। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে ওই বন্দরের ক্ষমতা বাড়াতে। বর্তমানে এই বন্দরের ক্ষমতা ১০ লক্ষ টিইউই, তা বাড়িয়ে করা হবে ৩০ লক্ষ টিইউই।‘
এই চুক্তির কথা প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বেঁধেছে। যেই আদানিকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে লাগাতার তোপ দাগেন বিরোধীরা, সেই শিল্পপতির সঙ্গেই শেষে চুক্তি করল বিজয়ন সরকার!
উল্লেখ্য, ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে গুরুতর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের প্রায় ২,২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এই প্রকল্পটি থেকে আগামী ২০ বছরে ২০০ কোটি ডলার লাভের সম্ভাবনা ছিল।