সুপ্রিম কোর্টে কেরল সরকার, CAA-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ
Kerala government challenges constitutional validity of CAA in Supreme Court

The Truth Of Bengal: এবার সিএএ-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করল কেরল সরকার। কেরল আগেই জানিয়ে দিয়েছে, সেই রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে না। এবার সিএএ-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেল কেরল সরকার। এর আগে সিএএ-র বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সব মামলাগুলি একত্রিত করে আগামী ১৯ মার্চ মঙ্গলবার শুনানি হবে।
সিএএ কার্যকর হতেই এর বিরোধিতায় শতাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সিএএ-র ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে মামলাগুলিতে নতুন আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে ভারতীয় মুসলিম লিগ, ডিওয়াইএফআই-এর মতো একাধিক সংগঠন। সেই মামলাগুলি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এবার সেই তালিকায় যুক্ত হল কেরল সরকার।
গত ৯ মার্চ সোমবার দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। লোকসভা নির্বাচনের আগে সিএএ চালু হওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। এই আইনের বিরোধিতা করে শীর্ষ আদালতেও দায়ের হতে থাকে একের পর এক মামলা। সবগুলি মামলা গ্রহণ করে শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। মামলাকারীদের দাবি, সিএএ ‘অসাংবিধানিক’ এবং ‘বৈষম্যমূলক’।
কেন এই আইনে শুধু মাত্র ৬ সম্প্রদায়ের কথা বলা হল? কেন মুসলিম সম্প্রদায়কে বাদ দিয়ে এই আইন বানাল কেন্দ্র সরকার? এই প্রশ্ন তোলা হয় বিরোধীদের তরফে। যদিও কেন্দ্রের দাবি, সিএএ-তে মুসলিমদের উদ্বেগের কোনও কারণ নেই। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। সিএএ নিয়ে দায়ের হওয়া মামলাগুলির এবার শুনানি হবে। মামলাকারীদের তরফে সিএএ-তে স্থগিতাদেশ দেওয়ার দাবি করা হয়েছে। মামলার শুনানির পর কী পর্যবেক্ষণ হয় সুপ্রিম কোর্টের, সেদিকে তাকিয়ে গোটা দেশ।
FREE ACCESS