আস্থা ভোটে জয়ী আপ, দিল্লির আদালতে ভার্চুয়াল হাজিরা কেজরিওয়ালের
Kejriwal's virtual appearance in Delhi court

The Truth Of Bengal : শুক্রবারই আস্থাভোটের প্রস্তাব দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবারই দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয় আপ। এদিন ৬২ জন বিধায়কের মধ্যে ৫৪ জনের এই আস্থা ভোটে উপস্থিতির খবর পাওয়া যায়। ধ্বনি ভোটে গৃহীত হওয়া ভোটে প্রত্যাশামতোই জয়ী হয় অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। তবে এই আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগেই রাউস অ্যাভিনিউ আদালতে ভার্চুয়াল হাজিরা দেন অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় পঞ্চমবারের জন্যও কেজরিওয়াল ইডির সমন এড়িয়ে গিয়েছিলেন। যার জেরে আদালতের দ্বারস্থ হয় ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগীতার অভিযোগ ওঠে। ৩ ফেব্রুয়ারী জানানো হয়েছিল সেই নিয়ে আবেদন। ৭ ফেব্রুয়ারী হয় সেই মামলার শুনানি। শুনানিতে বিচারকের নির্দেশ ছিল শনিবারই আদালতে হাজিরা দিতে হতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। অন্যদিকে আবার এই সময়সীমার মধ্যেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ষষ্ঠবারের জন্য সমন পাঠায় ইডি।
১৯ ফেব্রুয়ারী হাজিরার নির্ধেশ দেওয়া হয় ইডির দফতরে। এই পরিস্থিতিতে শনিবার ভার্চুয়ালি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়ে অরবিন্দ কেজরিওয়াল জানান, আস্থাভোটের কারণে সশরীরে তিনি আদালতে হাজিরা দিতে পারছেন না। তাঁকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার ১৬ মার্চ দিনটি ধার্য করে। তবে আদালতের এই ছাড়পত্রের কারণে ইডির ষষ্ঠ সমনও এড়িয়ে যেতে পারেন বলেই সংশ্লীষ্টমহলের একাংশ মনে করছেন।
FREE ACCESS