আটবার হাজিরা এড়িয়ে অবশেষে ইডির মুখোমুখি হতে রাজি কেজরিওয়াল!
Kejriwal finally agreed to face the ED after avoiding eight times!

The Truth Of Bengal: আটবার ইডির সমন এড়ানোর পর অবস্থান বদলালেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো। তবে ৪ মার্চ অর্থ্যাৎ সোমবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি হাজিরা দিতে পারছেন না বলে জানান আগামি ১২ মার্চের পর তলব করলে তিনি ইডির মুখোমুখি হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট আটবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি। তবে পঞ্চমবার হাজিরা এড়ানোর পর আদালতের দ্বারস্থ হয় ইডি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির দায়ের করা মামলার শুনানি রয়েছে আগামি ১৬ই মার্চ অর্থ্যাৎ শনিবার। তবে মামলার শুনানির আগেই আপ সুপ্রিমো জানিয়ে দিলেন ১২ ই মার্চের পর তিনি ইডির মুখোমুখি হবেন। এরপর ইডি কি পদক্ষেপ করেন সেটাই দেখার।
উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। সেই মামলাতেই কেজরিকেও জেরা করতে চেয়েছে ইডি। বারবার সমন পাঠানো হলেও কোনও অন্যায় করেনি বলে হাজির এড়ান কেজরিওয়াল। তবে এবার ইডির মুখোমুখি হতে চান বলে বার্তা দেওয়ার পর কেজরিওয়াল কে কবে সমন পাঠায় ইডি সেটা যেমন দেখার। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে কেজরির বিরুদ্ধে বড়সড় কোন পদক্ষেপ গ্রহণ করবে কি না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল?
FREE ACCESS