দেশ

কেজরির জামিনের আবেদন খারিজ,৩এপ্রিল পরবর্তী শুনানি মামলার

Arvind Kejriwal bail application rejected, next hearing of the case on April 3

The Truth of Bengal: আবগারী দুর্নীতি মামলায় ইডি-র হেফাজতে রয়েছেন দি্ল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির নিম্ন আদালত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেইমতো তিনি এখনও ইডি-র হেফাজতেই রয়েছেন। এই অবস্থায় নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান কেজরিওয়াল।

বুধবার সেই মামলার শুনানি হয়। দিল্লি হাইকোর্ট কেজরিওয়াল আবেদন করেন,তাঁর মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।সেই মামলায়  জামিনের আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।ফলে আদালতের নির্দেশমতো এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতেই থাকতে হবে তাঁকে।

এই মামলায় ৩এপ্রিল পরবর্তী শুনানি হবে। বর্তমানে হেফাজতে থেকেই মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন কেজরিওয়াল। ইতিমধ্যে দুটি নির্দেশ জারিও করেছেন তিনি।মঙ্গলবার ক্লিনিক মহল্লার ওষুধ সরবরাহ ঠিক রাখার নির্দেশ দেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Related Articles