Mount Vinson Antarctica: অ্যান্টার্কটিকার দুর্গম মাউন্ট ভিনসন জয় করে নতুন রেকর্ড গড়লেন উত্তরাখণ্ডের কন্যা কবিতা চন্দ
কবিতা চন্দের এই অর্জনটি 'সেভেন সামিটস' (Seven Summits) অর্থাৎ বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয় করার তাঁর লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
Truth of Bengal: উত্তরাখণ্ডের আলমোড়ার মেয়ে কবিতা চন্দ অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করে ভারতীয় পর্বতারোহীদের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন। গত ১২ ডিসেম্বর, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে ৪,৮৯২ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গের চূড়ায় আরোহণ করেন তিনি। কবিতা চন্দের এই অর্জনটি ‘সেভেন সামিটস’ (Seven Summits) অর্থাৎ বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয় করার তাঁর লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বর্তমানে মুম্বইয়ে বসবাস করলেও উত্তরাখণ্ডের এই ৪০ বছর বয়সী পর্বতারোহী এর আগেও ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেছিলেন। অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের পর থেকে কবিতা দেশজুড়ে, বিশেষত উত্তরাখণ্ডে ব্যাপক প্রশংসা ও সম্মান কুড়িয়েছেন।
মাউন্ট ভিনসনকে বিশ্বের অন্যতম দুর্গম পর্বত হিসেবে গণ্য করা হয়। এটির ভৌগোলিক অবস্থান, হাড় কাঁপানো তাপমাত্রা এবং অ্যান্টার্কটিকার তীব্র শুষ্ক আবহাওয়া পর্বতারোহীদের জন্য প্রতি মুহূর্তে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তবে কোনো প্রতিকূলতাই কবিতাকে দমাতে পারেনি। তাঁর এই ঐতিহাসিক অভিযান ৩ ডিসেম্বর ভারত থেকে শুরু হয়েছিল। তিনি ৪ ডিসেম্বর চিলির পুনটা আরেনাস পৌঁছান এবং ৭ ডিসেম্বর ইউনিয়ন গ্লেসিয়ারের উদ্দেশে যাত্রা করেন। এরপর তিনি বিশেষ বিমানে করে ২,১০০ মিটার উচ্চতায় অবস্থিত ভিনসন বেস ক্যাম্পে পৌঁছন।
কবিতা জানিয়েছেন, তাঁর এই দুঃসাহসিক যাত্রা বহু মানুষকে অনুপ্রাণিত করবে। পর্বতারোহণের পাশাপাশি কবিতা একজন সফল অ্যাথলেটও। তিনি দিল্লি এবং মুম্বই হাইরক্স ২০২৫ ইভেন্টে জয়ী হয়েছেন এবং অ্যাবট ওয়ার্ল্ড ম্যারাথন মেজরস সিক্স স্টার চ্যালেঞ্জের তিনটি রেসেও অংশগ্রহণ করেছেন। একসময় সাংবাদিকতা করা কবিতা ফিটনেস ও পর্বতারোহণের প্রতি তাঁর প্যাশনের জন্য ২০২৪ সালে কর্পোরেট পেশা ছেড়ে দেন। তিনি মনে করেন, তাঁর এই সিদ্ধান্তই জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে।



