লোডশেডিংয়ের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, কৃষকরা অফিসারদের সামনে ছাড়লেন কুমীর
Karnataka farmer protest

The Truth of Bengal: লোডশেডিংয়ে নাজেহাল অবস্থা, বিদ্যুৎ বিভাগের কর্তাদের কাছে বারবার আবেদন নিবেদন করেও কোনও ফল মেলেনি। উত্তর মিলেছে, শুধু, দেখছি আর দেখবে। অগত্যা বীতশ্রদ্ধ হয়ে, বিদ্যুৎ দফতরের সামনে একটা কুমীর ছেড়ে দিলেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের হুবলি ইলেকট্রিক সাপ্লাই লিমিটেডের অফিসের সামনে।
স্থানীয় সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই ক্ষেতের কাজের জন্য দিনে তিন দফা ইলেট্রিকের দাবি জানিয়ে এসেছে। কৃষকদের দাবি, লাগাতার লোডশেডিংয়ের জেরে, সেচের জল তারা ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন না, ফলে ফসল শুকিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে তারা বারবার দরবার করেছেন ইলেকট্রিক দফতরে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
বৃহস্পতিবার তাঁরা ক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেন, একটি কুমীর ঘুরে বেড়াচ্ছে। সেটিকে ধরে নিয়ে আসা হয় ইলেকট্রিক অফিসের সামনে। তারপরেই তাঁরা আধিকারিকদের প্রশ্ন করেন, রাতের অন্ধকারে, যদি, সাপ, বিছে বা কুমীর এসে কামড়ায়, তাহলে সেই পরিবারগুলির প্রতি আধিকারিকরা কী ব্যবস্থা নেবে?
কৃষকদের এই অভিনব প্রতিবাদে বেশ চাঞ্চল্য ছড়ায়। আধিকারিকরা প্রতিশুতি দেন, দ্রত পদক্ষেপ করার, এবং কুমীরটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।