এবার রাজ্যসভার সদস্য হতে চলেছেন কমল হাসান
Kamal Haasan is going to become a member of Rajya Sabha this time

Truth Of Bengal: তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা এবং ‘মক্কাল নিধি মইয়াম’ (এমএনএম)-এর প্রধান কমল হাসান এবার রাজ্যসভার সদস্য হতে চলেছেন। ডিএমকে-র সমর্থনে তাকে প্রার্থী করা হচ্ছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। আগামী ১৯ জুন রাজ্যসভার ছয়টি তামিলনাড়ু আসন ও অসমের দু’টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমল হাসানের দলের এমএনএম-এর কোনও বিধায়ক না থাকলেও, ডিএমকে-র বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার জয় এখন কার্যত সময়ের অপেক্ষা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এমএনএম আনুষ্ঠানিকভাবে ডিএমকে নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। সেই নির্বাচনে এমএনএম কোনও আসনে প্রার্থী দেয়নি, বরং নিঃশর্ত সমর্থন জানিয়েছিল ডিএমকে-কংগ্রেস-বাম জোটকে। সে সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কমলকে প্রতিশ্রুতি দেন, হয় তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে, অথবা রাজ্যসভায় মনোনীত করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই এবার রাজ্যসভায় পা রাখতে চলেছেন এই বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিক। অন্যদিকে, সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে তাঁর মন্তব্য কন্নড় আন্দোলনকারীদের মধ্যে চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করেছিল৷ আর তখনই সামনে আসে কমল হাসানের রাজ্যভায় সদস্য হওয়ার খবর।
উল্লেখ্য, কমল হাসান ২০১৮ সালে ‘মক্কাল নিধি মইয়াম’ গঠন করে রাজনীতিতে যোগ দেন। দলটি মূলত ডিএমকে, এআইএডিএমকে, বিজেপি ও কংগ্রেসের প্রচলিত রাজনীতির বিরোধিতার ভিত্তিতে গঠিত হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলটির ভরাডুবির পর, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কমল কোয়ম্বত্তুর দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করেন। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে দলটি প্রার্থী না দিলেও, ডিএমকে-র সঙ্গে জোটে থেকে কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যসভায় কমলের প্রবেশ তামিল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এও স্পষ্ট যে, সিনেমা থেকে রাজনীতিতে আসা কমল হাসান এবার জাতীয় রাজনীতির মঞ্চে আরও দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করতে চলেছেন।