ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরে বাড়ছে চাকরির সুযোগ, বলছে রিপোর্ট
Job opportunities are increasing in India's manufacturing sector, says report

The Truth Of Bengal : বাড়ছে ভারতের জনসংখ্যা। এমতাবস্থায় সঠিকভাবে ভরণপোষণের জন্য মানুষদের করতে হচ্ছে উপার্জন। কিন্তু উপার্জনের উৎস কোথায়? একসময় ভারতের উৎপাদন খাতের সংখ্যা হ্রাস পেলেও বর্তমানে তা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার নতুন একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ভারতে উৎপাদন খাত বৃদ্ধি পাওয়ায় কাজের সুযোগও বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালের জুন থেকে এবছরের জুনের মধ্যে ভারতে উৎপাদিত শিল্প প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গ্লোবাল হায়ারিং প্ল্যাটফর্ম থেকে সাম্প্রতিক পাওয়া তথ্য ও অনুসারে জানা যায়, বর্তমানে ম্যানুফ্যাকচারিং সেক্টর গুলি আরো উন্নত হচ্ছে। হেড অফ সেলস, শশী কুমার জানিয়েছেন, ” বর্তমানে ভারত একটি বৈশ্বিক উৎপাদন পাওয়ার হাউস হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। তাই এই সেক্টর থেকে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুযোগ।” CNC অপারেটররা প্রায় ১৬০% নতুন চাকরি বৃদ্ধি করেছে।
CNC অপারেটররা হল দক্ষ প্রযুক্তিবিদ যারা মূলত কম্পিউটার সংখ্যা সূচক নিয়ন্ত্রিত সরঞ্জাম এবং সফটওয়্যারে বিশেষজ্ঞ। নতুন চাকরির ক্ষেত্রে সুপারভাইজাররা ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেহেতু সেক্টর গুলি ক্রমশ নিজেদেরকে উন্নত করছে সেহেতু দেশে চাকরির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয় সেক্টরের এই বৃদ্ধির সাথে তাল মিলিয়ে ল্যান্ডস্কেপ ও তাদের দক্ষতা ক্রমশ বিকশিত করছে।
অপরদিকে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিও তাদের সাধ্যমত অফার বাড়াচ্ছে। ফলে তাতে আকৃষ্ট হয়ে বহু চাকরিপ্রার্থীরা ওই কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিচ্ছেন। এক্ষেত্রে যে শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধা হচ্ছে তা নয় কোম্পানিতে নতুন নিয়োগের ফলে নতুন মেধার উন্মোচন হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই কোম্পানির উন্নতি হচ্ছে।একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশে চাকরি বৃদ্ধির পেছনে রয়েছে বেশ কয়েকটি মূল কারণ। যেমন- সরকারি উদ্যোগ, বৈশ্বিক বিনিয়োগে বৃদ্ধি এবং ভারতে তৈরি পণ্যের বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি।