কুম্ভমেলা উপলক্ষ্যে বিশেষ রেল IRCTC-র, থাকছে টেন্টসিটি-সহ আকর্ষণীয় প্যাকেজ
IRCTC to run special trains on the occasion of Kumbh Mela, attractive packages including tent city

Truth Of Bengal: মহাকুম্ভের পবিত্র অনুষ্ঠানে এবার বড়সড় উদ্যোগ নিয়েছে রেল। তীর্থযাত্রীদের জন্য এলাহাবাদে ২৫ একর জমিতে তৈরি হচ্ছে অস্থায়ী টেন্টসিটি। মেলা প্রাঙ্গণ থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে তৈরি এই টেন্টসিটির দায়িত্বে রয়েছে রেলের কর্পোরেট সংস্থা আইআরসিটিসি। টেন্টসিটিতে থাকছে দুই ধরণের তাঁবু – ডিলাক্স ও প্রিমিয়াম। প্রতিদিনের ভাড়া যথাক্রমে ১২,০০০ ও ১৮,০০০ টাকা। ১০ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই তাঁবুগুলি ভাড়া পাওয়া যাবে।
মহাকুম্ভ উপলক্ষে আইআরসিটিসি নিয়ে এসেছে ‘মহাকুম্ভ পুণ্যক্ষেত্র’ নামের একটি বিশেষ তীর্থযাত্রা প্যাকেজ। এই প্রথমবার তীর্থযাত্রীদের জন্য ট্রেনে মহাকুম্ভে যাওয়ার ব্যবস্থা করেছে সংস্থাটি। প্যাকেজটি ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পাঁচ রাত ও ছয় দিনের। যাত্রার সূচনা হবে কলকাতা স্টেশন থেকে। যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, দুমকা, হাসডিহা, সুলতানগঞ্জ হয়ে পৌঁছানো হবে বেনারস। এরপর অযোধ্যা দর্শন ও মহাকুম্ভে পবিত্র স্নান।
বিশেষ এই ট্রেনে থাকছে থ্রি এসি ও স্লিপার ক্লাসের ব্যবস্থা। মোট ৭৮০ জন তীর্থযাত্রী যাত্রায় অংশ নিতে পারবেন। বেনারস ও অযোধ্যায় হোটেলে থাকার ব্যবস্থা এবং কুম্ভনগরীতে টেন্টসিটিতে থাকার সুবিধা দেওয়া হবে।
প্যাকেজের আওতায় সাত্বিক খাবার, দেব দর্শন, সাইট সিন এবং সড়কযানের ব্যবস্থা থাকবে। ত্রিবেণীতে মহাস্নানের সব আয়োজনও করবে আইআরসিটিসি। ভ্রমণ প্যাকেজে দুটি শ্রেণি রাখা হয়েছে – ইকোনমি ক্লাস ও স্ট্যান্ডার্ড ক্লাস। প্রতিজনের খরচ যথাক্রমে ১৯,১০০ টাকা ও ২৫,১০০ টাকা।
আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার মনোজ সিং জানিয়েছেন, এই প্যাকেজে তীর্থযাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে বলে তারা আশা করছেন। রেলের এই উদ্যোগ মহাকুম্ভে যোগদানকারীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুবিধা।