দেশ

প্লাবিত উত্তরপ্রদেশ ও বিহার মিলিয়ে ৩৩ টি জেলা, বিপরীত ছবি অসমে

Inundated Uttar Pradesh and Bihar together 33 districts, opposite picture in Assam

Truth Of Bengal: বর্তমানে উত্তরপ্রদেশের ২১টি জেলা বন্যার কবলে। ১৩ টি গ্রাম প্লাবিত কানপুরের পান্ডু নদীর জলে। ফলে প্রায় ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় পরিস্থিতি এতটাই শোচনীয়, যে এক একটি ঘরে ঢুকে রয়েছে ২-৩ ফুট পর্যন্ত জল। এই বন্যা পরিস্থিতির জন্য চাষাবাদের ক্ষেত্রেও ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে।

সূত্রের খবর, জলের নিচে প্রায় এক হাজার বিঘায় জমির ফসল। এর মধ্যেই রাজ্যের ২২ টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানা যাচ্ছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। একই পরিস্থিতি বিহারেও। দেখাকার ১২ তো জেলায় বন্যা পরিস্থিতি চলছে। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। সব থেকে খারাপ পরিস্থিতি ভাগল ও মুঙ্গেরেতে। প্রশাসন সূত্রে খবর দে রাজ্যে প্রায় ১৩ লক্ষ্য মানুষ বানভাসী।

তবে শুধু মাত্র উত্তরপ্রদেশই নয়। গোটা দেশের ১৭ টি রাজ্যে জারি বৃষ্টির সতর্কতা। মৌসম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে এই সতর্কতা। মহারাষ্ট্র, কর্ণাটক এবং গোয়া এই তিন জায়গায় জারি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কেরল, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, তেলেঙ্গানা, মানিপুর, মিজোরাম এবং ত্রিপুরা সহ আরোও একাধিক রাজ্যে।

আগামী পাঁচ দিনই সমগ্র দেশজুড়ে আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে দেশের বেশিরভাগ অংশে যখন এমন বন্যা পরিস্থিতি চলছে তখন সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ছে আসামে। বিগত দিন চারেক ধরে তাপপ্রবাহের চিত্র উঠে আসছে গুয়াহাটি থেকে। ইতিমধ্যেই ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে গুয়াহাটির তাপমাত্রার পারদ। গরমের তীব্রতা এতটাই যে স্কুল ছুটির কথা ঘোষণা করেছে সে রাজ্যের সরকার।

Related Articles