ক্যান্সার-৪ স্টেজে থাকা মহিলাকে কাজে যোগ দেওয়ার জন্য অমানবিক চাপ সৃষ্টি বেসরকারি সংস্থার!
Woman With Stage 4 Cancer Asked to Come Back to Work, Manager's 'If You Are Fit' Email Goes Vira

The Truth of Bengal: ক্যান্সার ৪ স্টেজে থাকা মহিলাকে অফিস আসতে বলছেন ম্যানেজার।ই-মেলে বেসরকারি সংস্থার ম্যানেজার অসুস্থ কর্মীকে বার্তা পাঠায় যদি তিনি সুস্থ থাকেন তাহলে অফিসে আসুন। এই চরম দুঃখের ও অসংবেদনশীল ঘটনা ভাইরাল হতেই দেশজুড়ে শোরগোল ফেলেছে। ই-মেলে লেখা হয়েছে,যদি আপনি সু্স্থ থাকেন।ওঙ্কলোজিস্ট যদি আপনাকে ফিট বলে তাহলে আর ঘরে বসে থাকবেন না। এবার কাজে ফিরলে ভালো হয়। একইসঙ্গে সংস্থার ম্যানেজারের তরফে পাঠানো মেলে আরও তুলে ধরা হয়েছে, যদি মহিলা নির্দিষ্ট কোনও কাজ করতে না পারেন তা যেন জানানো হয়। আপনার চিকিত্সার পরিকল্পনা যদি ঠিকঠাকভাবে এগোয় তাহলে আমরা সেইমতো পরিকল্পনা করতে পারি।
এই ই-মেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অসুস্থ, ক্যান্সার আক্রান্ত মহিলার ছেলে।তাঁর মতে, এভাবে একজন দীর্ঘ ১৮মাস ধরে ক্যান্সারে ভুগতে থাকা মহিলাকে এই মেল পাঠানো কতটা অমানবিক বুঝতে পারছেন।তাঁর মায়ের কঠিন জীবনযুদ্ধের কথা তুলে ধরে বিবেকবান মানুষকে একবার ভাববার আবেদনও করেছেন মহিলার ছেলে। এবিষয়ে কর্কটরোগে আক্রান্ত মহিলার ছেলের বক্তব্য, যেখানে অফিস জানে তাঁর মা ১৮ মাস ধরে জীবনের কঠিন পরিস্থিতির মুখে রয়েছেন সেখানে কিভাবে তাঁরা অফিসে আসার কথা বলতে পারেন। এবিষয়ে তাঁর ছেলে স্ক্রিনশট তুলে ধরে সমাজের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আর কত নীচে নামবে এই বেসরকারি সংস্থা।
যেখানে কর্মরত মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেখানে এই ধরণের অফিস আসার তলব মানা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মহিলার ছেলে।এখানেই শেষ দীর্ঘদিন না আসায় ওঙ্কলোজিস্টের রিপোর্টও চেয়ে পাঠিয়েছে সেই সংস্থা। এমনকি অফিসের ওয়েলফেয়ার মিটিংয়ে সাড়ে ৫টার মধ্যে হাজির হতেও নির্দেশ দেওয়া হয়। সরাসরি নির্দেশ জারি করার এই অমানবিক কাণ্ড কার্যতঃ নজিরবীহন বলা যায়।ক্যান্সারে আক্রান্ত মহিলাকে কিভাবে ম্যানেজার মেল পাঠানোর মতো কাজ করলেন তা নিয়ে সরব অনেকেই। আয়ারল্যান্ডের সেই ছেলেটি জানিয়েছেন তাঁর মা একটি শপের সুপারভাইজার। পেশাদারিত্বের কথা বলে একজন অসুস্থ মহিলাকে ডেকে পাঠানোর ঘটনায় নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে।