দেশ

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি ভারতের

India's missile deal with Russia

The Truth of Bengal: যুদ্ধের আবহেই রাশিয়ার সহযোগিতায় স্বল্পপাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পশ্চিমি দুনিয়ার আপত্তি উপেক্ষা করে যুদ্ধ পরিস্থিতিতে মস্কোর সঙ্গে গত দেড় বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে এসেছে ভারত। তবে এবার নতুন অস্ত্র-চুক্তি বিষয়টিকে ‘অন্য মাত্রা’ দিতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে আশির দশকে আফগানিস্তান যুদ্ধে সোভিয়েত যুদ্ধবিমানের ‘মৃত্যুবাণ’ হয়ে উঠেছিল আমেরিকার তৈরি স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র। সেই মৃত্যুবানের রুশ সংস্করণ হল ইগলা-এস। যা আগামী দিনে বানাতে চলেছে ভারত।

জানা গিয়েছে, ইতিমধ্যেই এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক মৌ স্বাক্ষর হয়েছে। শুধু আমদানি নয়, নির্মাণকারী রুশ সংস্থার লাইসেন্স নিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে ভারত ওই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০২১-এর ডিসেম্বরে সীমিত সংখ্যায় ইগলা-এস ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার জন্য কেনা হয়েছিল। পাঁচ ফুটের সামান্য বেশি দৈর্ঘ্যের এই ইগলা-এস মিসাইলের পাল্লার সাইজ ছ’কিলোমিটার। শত্রুপক্ষের হেলিকপ্টার বা নীচু দিয়ে ওড়া যুদ্ধবিমানকে ‘থার্মাল সেন্সর’-এর সাহায্যে খুঁজে নিয়ে ধ্বংস করতে পারে এই রুশ ক্ষেপণাস্ত্র।

সবচেয়ে বড় সুবিধা হল এক জন মাত্র প্রশিক্ষিত সেনা কাঁধে তুলে ব্যবহার করতে পারে এটিকে। পাকিস্তান ও চিন সীমান্তবর্তী দুর্গম এলাকায় প্রতিপক্ষের নজরদারি ও ঘাতক ড্রোন নিশানা করতেও এটি ব্যবহার করা যেতে পারে বলে জানাগিয়েছে। ড্রোন হানাদারি রুখতে ইতিমধ্যেই পাক সীমান্তে নতুন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জমানার বফর্স এল-৭০ বিমান বিধ্বংসী কামান মোতায়েন করেছে ভারত। দেশে ইগলা-এস ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু হলে তার জায়গা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Free Access

Related Articles