দেশ
Trending

Radhika Sen: ভারতীয় শান্তি রক্ষক মেজর রাধিকা সেনকে বিশেষ সম্মান প্রদান রাষ্ট্রসংঘের

Indian peacekeeper Major Radhika Sen has been honored by the United Nations

The Truth Of Bengal : আবার ভারতের মুকুটে সম্মানের পালক যুক্ত হতে চলেছে। শান্তি রক্ষায় বিশেষ অবদানের জন্য এবার ভারতীয় মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসংঘ।এবিষয়ে রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন,শান্তি রক্ষক হিসেবে মহিলাও শিশুদের অসাধারণ কাজ করেছেন রাধিকা সেন।ডুজারিক আরও জানিয়েছেন,  বৃহস্পতিবার রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবসে অ্যান্টনিও গুতেরেস এবং স্টিফেন ডুজারিক রাধিকা সেনকে সম্মানিত করবেন ২০২৩-এর জেন্ডার অ্যাডভোকেট পুরস্কার তাঁর হাতে তুলে দিয়ে।

উল্লেখ্য,মেজর রাধিকা সেন এপ্রিল মাস পর্যন্ত কঙ্গোতে শান্তিরক্ষার দায়িত্ব পালন করেন।রাধিকা সেন ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান ব়্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটালিয়নের   জন্য   রাষ্ট্রসংঘের  মিশনে অংশগ্রহণ করেন।  এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডার হিসাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গোতে দায়িত্ব পালন করেছিলেন তিনি। রাধিকা সেনের বাড়ি হিমাচলপ্রদেশে   । মেজর রাধিকা সেন আট বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছিলেন। এরপর তিনি সশস্ত্র বাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন।

রাষ্ট্রসংঘের  মহাসচিব আন্তোনিও গুতেরেস মেজর রাধিকা সেনের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্ব দানের সঠিক ক্ষমতা আছে   এবং তিনি একজন রোল মডেল। মেজর রাধিকা সেন এই সম্মান পাওয়া নিয়ে বলেন, ‘এই পুরষ্কারটি আমার কাছে বিশেষ কারণ এটি ডিআরসির চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করা সমস্ত শান্তিরক্ষীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিচ্ছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এই ধরণের পুরষ্কার শান্তিরক্ষকদের  সেরাটি দিতে অনুপ্রাণিত করবে বলা যায়।লিঙ্গ   সংবেদনশীলতা বজায় রেখে শান্তিরক্ষা করা যে নারী ব্যতিত সবার মহত্ কর্তব্য সেকথাও মনে করিয়ে দিয়েছেন রাধিকা সেন।