তিনটি নতুন রণতরী, একটি ডুবোজাহাজ! নজির গড়তে চলেছে ভারতীয় নৌসেনা
Indian Navy is about to set a precedent

Truth Of Bengal: নয়া নজির ভারতীয় নৌসেনায়। মাস খানেকের মধ্যেই তিনটি নতুন রণতরী যুক্ত হতে চলেছে রণসম্ভারে। সেই সঙ্গে যুক্ত হতে চলেছে একটি ডুবোজাহাজও। আগামী মাসের এক মাসের মধ্যেই চালু হতে পারে আইএনএস নীলগিরি, আইএনএস সুরাত, আইএনএস তুশীল। এবং সেইসঙ্গে ডুবজাহাজ আইএনএস ভ্যাগশিরও চালু হওয়ার কথা জানালেন ভারতীয় নৌসেনের পশ্চিমাঞ্চল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার।
পশ্চিমাঞ্চলীয় কম্যান্ডের তত্ত্বাবাধানেই সেগুলি নৌসেনার অন্তর্ভুক্ত হবে বলে জানা যাচ্ছে। পশ্চিমাঞ্চল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার জানান, আইএনএস নীলগিরি হল ২০১৯-এ নির্মানকাজ শুরু হওয়া প্রজেক্ট ১৭-এর প্রথম ফ্রিগেট। আইএনএস সুরাত হল কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, যা প্রজেক্ট ১৫বি চতুর্থ রণতরী।
অন্যদিকে, রাশিয়া থেকে এনে পুর্নর্নিমান করা হয় আইএনএস তুশিলকে, যা তলোয়ার ক্লাস ফ্রিগেট। এছাড়ও জুবজাহাজটি আইএনএস স্করপেন গোত্রের।