NDA-কে জোর টক্কর দেবে INDIA, ‘ডিগবাজি’ খাওয়া নীতীশের জন্য লড়াই জমে উঠেছে বিহারে
INDIA will strongly fight NDA, the fight for Nitish who eats 'digbaji' is gathering in Bihar

The Truth Of Bengal: কেন্দ্রের সরকার ঠিক করতে সাত দফায় নেওয়া হবে দেশের মানুষের রায়। বিজেপি ও কংগ্রেসের মতো বড়দলগুলি তো আছেই, প্রতিটি রাজ্যে নিজেদের মতো করা ঘুঁটি সাজাচ্ছে আঞ্চলিক দলগুলিও। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দিক থেকে বেশ টালমাটাল পরিস্থিতি গিয়েছে বিহারে। সরকার ভেঙে দিয়ে নতুন সরকার গড়া হয়েছে। ফলে লোকসভা নির্বাচনে রাজনৈতিক লড়াই জমে উঠেছে এই রাজ্যে।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য বিহার। বিহারের অনেক পুরনো এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে। প্রাচীন মহাকাব্য, বেদ, পুরাণেও এই রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে। এটি ছিল বুদ্ধ এবং জৈনদের ২৪ জন তীর্থঙ্করের কার্যকলাপের প্রধান ক্ষেত্র। বিহারের রাজধানী পাটনা সেই যুগে পাটলিপুত্র নামে পরিচিত ছিল। যা মৌর্য সম্রাট, সাম্রাজ্য গুপ্তদের মতো প্রাচীন ভারতের বিখ্যাত শাসকদের রাজধানী ছিল। ইতিহাসের দিক থেকে বিহার যেমন অত্যন্ত সমৃদ্ধ, তেমনই রাজনৈতিক দিক থেকেও কম গুরুত্বপূর্ণ নয়। বারবার এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দেশের আলোচনার কেন্দ্রে আসে। সাম্প্রতিক সময়েও পালা বদলের জন্য আলোচনার কেন্দ্রে ছিল বিহার।
বিজেপি তথা এনডিএ-এর বিরুদ্ধে লড়তে বিরোধীরা এক হয়ে ইন্ডিয়া জোট গড়ে। এই জোট গড়ার পেছনে মূল সূত্রধর ছিলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। তাঁর ডাকে পাটনায় শামিল হয়েছিলেন বিরোধী শিবিরের নেতারা। পরপর কয়েকটি বৈঠকে বিরোধীরা ঐক্যবদ্ধ ভাবে ইন্ডিয়া জোট গড়ে। জোট যত শক্ত হওয়ার দিকে এগিয়ে এগিয়ে যেতে থাকে ততই নিজেকে নিষ্ক্রিয় করতে থাকেন নীতীশ কুমার। জোটের সেই মূল কারিগর শিবির বদল করে ভিড়ে যান এনডিএ-তে। পাঁচবারের ‘ডিগবাজি’র পর আবার ডিগবাজি মেরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন নীতীশ কুমার। ‘মহাগঠবন্ধন’ থেকে বেরিয়ে এসে এনডিএ-র শরিক হিসাবে নতুন করে সরকার গড়েন। নবম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হন জেডিইউ প্রধান নীতীশ। লালু প্রসাদের দল আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন বিজেপিকে শিক্ষা দিতে। বিজপিকে ঠেকাতে বেশি সিট পেয়েও চাচা নীতীশের জন্য মুখ্যমন্ত্রী পদ ছড়ে দিয়েছিলেন তেজস্বী যাদব। প্রতিদানে নিজের সুবিধামতো সময়ে লালুর দলের সঙ্গ ছেড়ে বেরিয়ে যান নীতীশ। ২০১৯ সালের নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ১৭টি জিতে সবার আগে ছিল বিজেপি।
২০১৯ সালের লোকসভার ফলাফল
রাজনৈতিক দল আসন প্রাপ্ত ভোট শতাংশ
বিজেপি ১৭ ২৩.৫৮
জেডিইউ ১৬ ২১.৮১
এলজেপি ০৬ ০৭.৮৬
কংগ্রেস ০১ ০৭.৭০
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ১৭টি আসনে লড়বে। বর্তমানে বিজেপির মিত্র জেডিইউ লড়বে ১৬টি আসনে। লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান গোষ্ঠী পাঁচটি আসনে লড়বে। একদিকে এনডিএ অণদিকে ইন্ডিয়া জোটের লড়াই। সেই জোটে শরিক আরজেডি, কংগ্রেস এবং বামেরা। ফলে এবার লড়াই অন্যরকম হতে চলেছে বিহারে। নীতীশের এই পালাবদল যদি রাজ্যের মানুষ ভাল ভাবে না নেয় তা হলে আগের বারের থেকে ফল খারাপ হতে পারে এনডিএ শিবিরের। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ফল ভাল হতে পারে।