জম্মু-কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে একহাত নিল ভারত
India slams Pakistan at UN on Jammu and Kashmir issue

Truth Of Bengal: জম্মু-কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফের পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিল ভারত। সোমবার ভারতীয় দূত পি হরিশ স্পষ্ট জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি, পাকিস্তান অবৈধভাবে উপত্যকার কিছু অংশ দখল করে রেখেছে, যা অবিলম্বে ছেড়ে দিতে হবে বলেও দিল্লি দাবি জানিয়েছে।
রাষ্ট্রপুঞ্জের আলোচনাসভায় পাকিস্তানের প্রতিনিধি সৈয়দ তারিক ফতেমি কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরই জবাবে পি হরিশ পাকিস্তানের মিথ্যাচারের প্রতিবাদ করেন এবং বলেন, ‘‘একটি অবৈধ দাবিকে বার বার তোলা হলে তা বৈধতা পেয়ে যায় না।’’
তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। শান্তি রক্ষার বিষয়ে আলোচনা চলাকালীন ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করলেও, পাল্টা জবাব দেয় দিল্লি। ভারতের অভিযোগ, পাকিস্তানের মদতে উপত্যকায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে এবং আন্তর্জাতিক মঞ্চে এ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতাও প্রকাশ্যে চলে এসেছে।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এই বৈঠকের পর জম্মু-কাশ্মীর নিয়ে দুই দেশের বিতর্ক আরও তীব্র হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।