আন্তর্জাতিকদেশ

India Pakistan: মানবাধিকার নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত, কাঠগড়ায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন

মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পাকিস্তানের মতো দেশের পক্ষে অন্য দেশকে ‘জ্ঞান দেওয়া’ মোটেই শোভন নয়।

Truth of Bengal: রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের ৬০তম সেশনে ফের পাকিস্তানের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ করল ভারত। জেনেভার বৈঠকে ভারতীয় কূটনীতিক মহম্মদ হুসেন সাফ জানিয়ে দেন, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পাকিস্তানের মতো দেশের পক্ষে অন্য দেশকে ‘জ্ঞান দেওয়া’ মোটেই শোভন নয়।হুসেনের বক্তব্য, পাকিস্তান অন্য দেশগুলিকে মানবাধিকার রক্ষা নিয়ে কথা শোনায়, সেটাই স্ববিরোধী। প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করে নিজেদের দেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলছে, তার সমাধান করা উচিত ইসলামাবাদের (India Pakistan)।

সেইসঙ্গে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় বোমাবর্ষণে  ২২ জনের মৃত্যুর ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপুঞ্জে তাদের কটাক্ষ করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ভারতের প্রতিনিধি মহম্মদ হুসেন বলেন, পাকিস্তান নিজের দেশে সংখ্যালঘুদের দমন করে চলেছে। তারা আবার অন্যদের মানবাধিকার নিয়ে উপদেশ দেয়। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছর পাকিস্তানে কেবল ঈশ্বরনিন্দার অভিযোগে ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ৩০০ শতাংশ বেশি।এর আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের আরেক বৈঠকেও পাকিস্তানকে খোঁচা দেয় ভারত (India Pakistan)।

ভারতীয় প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগী ইসলামাবাদের মানবাধিকার ইস্যুতে অবস্থানকে ‘ভিত্তিহীন ও উসকানিমূলক’ বলে কটাক্ষ করেছিলেন। তিনি উল্লেখ করেন, খাইবার পাখতুনখোয়ায় পাক সেনার বোমা হামলায় ৩০ জন সাধারণ মানুষ—যার মধ্যে মহিলা ও শিশুও ছিল— নিহত হয়েছেন।মানবাধিকার প্রশ্নেই নয়, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রসংঘে দাবি করেছিলেন যে, ভারত-পাক যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। পাল্টা জবাবে ভারতীয় প্রতিনিধিরা কটাক্ষ করে বলেন, ধুলোয় মিশে যাওয়া বিমানঘাঁটিকে যদি জয়ের নজির বলা হয়, তবে তাই-ই হোক। সেই ভ্রান্ত ধারণা নিয়েই খুশি থাকুক পাকিস্তান (India Pakistan)।

Related Articles