দেশ

২০২৯ সালের মধ্যে সংসদে ৩৩% নারী প্রতিনিধিত্বের লক্ষ্যে অগ্রসর ভারত

India moves towards 33% women representation in parliament by 2029

Truth Of Bengal: কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এক ভাষণে জানিয়েছেন যে, ভারত এখন যুদ্ধ সরঞ্জাম ও অস্ত্র আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, বর্তমানে ভারত বিশ্বের ৯০টি দেশে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে এবং দ্রুত স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। বিশেষ করে ভারতীয় নৌবাহিনী ৭৫% স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তিনি আরও জানান, ভারত এখন ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ৬.৮৫ লক্ষ কোটি টাকার বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। সন্ত্রাসবিরোধী ‘অপারেশন সিন্দুর’-এর সফলতা জাতীয় গর্বের বিষয় হয়ে উঠেছে এবং এটি তিরঙ্গা যাত্রার মাধ্যমে উদযাপিত হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ প্রতিরক্ষা, অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে। তিনি নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে বলেন, “মোদীজির উদ্যোগে এখন নারীরা সৈনিক স্কুলে ভর্তি হতে পারছেন এবং সামরিক বাহিনীতেও যোগ দিতে পারছেন।”

নারীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, “১৮ কোটি শৌচাগার নির্মাণ, উজ্জ্বলা যোজনায় ২০ কোটি রান্নার গ্যাস সংযোগ এবং ২৮ কোটি ঘরে নলের জল সরবরাহ করা হয়েছে।”

সবশেষে, তিনি জানান, সংবিধানিক ৩৩% সংরক্ষণ বাস্তবায়নের ফলে ২০২৯ সালের মধ্যে সংসদ এবং রাজ্য বিধানসভায় নারীদের প্রতিনিধিত্ব ৩৩ শতাংশে পৌঁছাবে। এসব পদক্ষেপ দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles