দেশ
Trending

বিশ্বের সবচেয়ে বড় অফিসের তকমা আমেরিকার থেকে কেড়ে নিতে চলেছে ভারত…

India is about to take the title of world's largest office from America

The Truth Of Bengal: বিশ্বের সবচেয়ে বড় অফিসের তকমা রয়েছে আমেরিকার পেন্টাগনের কাছে। এবার সেই তকমা কেড়ে নিতে চলেছে ভারত। পেন্টাগনের চেয়েও বড় মাপের অফিস গড়ে উঠেছে গুজরাটে। গুজরাটের সুরাটের সেই কর্পোরেট অফিস হাবের নামকরণ করা হয়েছে ‘সুরাট ডায়মন্ড বুর্স’। রবিবার এই অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অত্যাধুনিক কর্পোরেট হাবে কি কি থাকছে দেখুন।

বিশ্বের সবচেয়ে বড় অফিসের তকমা আমেরিকার পেন্টাগনের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে ভারত। ৮০ বছর পর সেই তকমা হাতছাড়া হচ্ছে আমেরিকার। গুজরাটে গড়ে উঠেছে বিশ্বর সবচেয়ে বড় কর্পোরেট অফিস হাব।

অন্তত ১৭৫টি দেশের ৪২০০ ব্যবসায়ী যাতে থাকতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে ওই অফিসে। এই অফিস খুলে গেলে কাজ পাবেন অন্তত দেড় লক্ষ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত থাকবে এই অফিসে।

বর্তমানে বিশ্বের সবথেকে বড় অফিসের তকমা রয়েছে আমেরিকার পেন্টাগনের কাছে। ৮০ বছর পর পেন্টাগনের সেই তকমা কেড়ে নিতে চলেছে ভারত। কারণ ভারতেই খুলে যাচ্ছে বিশ্বের সবথেকে বড় অফিস। নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই। ১৭ ডিসেম্বর অর্থাৎ রবিবারই সেই অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৪০০ কোটি টাকা খরচে ৩৫.৫৪ একর জমির ওপর তৈরি হয়েছে সেই অফিস। পুরো চত্বরে থাকছে ৪৫০০ দফতর। গুজরাটের সুরাটের সেই কর্পোরেট অফিস হাবের নামকরণ করা হয়েছে ‘সুরাট ডায়মন্ড বার্স’।

গত জুলাই মাসে এই অফিসের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টেই উল্লেখ করা ছিল যে পেন্টাগনের থেকেও বড় হতে চলেছে এই অফিস। এই অফিস খুলে গেলে একদিকে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।

Free Access

Related Articles