দেশ

এলএসি থেকে চলছে সেনা সরানোর প্রক্রিয়া, সন্তোষ প্রকাশ ভারত-চিনের

India, China express satisfaction over process of withdrawing troops from LAC

Truth Of Bengal: এলএসি বরাবর সেনা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছিল আগেই। সেই কাজই এখনও যেটুকু এগিয়েছে, তাতেই দুই দেশের, তরফ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। বৃহস্পতিবারই দিল্লিতে বৈঠক হয় ওয়ার্কিং মেকানিজম ফর কনসাল্টেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অন ইন্ডিয়া-চিন বর্ডার অ্যাফেয়ার্সের।

জানা যায়, এই সংগঠন তৈরি করা হয়েছিল ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রনরেখান শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে। বৃহস্পতিবার ডব্লুএমসিসির বৈঠকে ভারত ও চিন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রনরেখা থেকে সেনা সরিয়ে ফেলার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। ব্রিকস সম্মেলনের সময়ই পার্শ্ববৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তখনই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রন রেখায় সংঘাত পরিস্থিতি শেষ করতে দুই রাষ্ট্রপ্রধানই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন।

এরপরই ডেপসাং ও ডেমচক এলাকায় একাধিক অস্থায়ী ছাউনি ভাঙার ছবি ধরা পড়ে উপগ্রহ চিত্রে সেখানেই টহলদারি চলে দুই দেশের সেনার। দীপাবলির সময় মিষ্টি বিলি করতে দেখা যায়, দুই দেশের সেনাবাহিনীর তরফ থেকে। বৃহস্পতিবারই দিল্লিতে হওয়া বৈঠকের পর সেই সমঝোতা এগিয়ে গেল আরও একধাপ। দুই দেশের তরফ থেকেই এখনও পর্যন্ত যে সেনা সরানোর পদক্ষেপ করা হয়েছে, তাতে দুই দেশই সন্তুষ্ট বলে জানা যাচ্ছে। এরপরের বৈঠক হবে দুই দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে। ইতিমধ্যেই সেই প্রস্তুতিও প্রায় শেষ। কাজানে দুই রাষ্ট্রনেতার তরফ থেকে নেওয়া সিদ্ধান্ত মেনেই হবে বৈঠক।

Related Articles