৩ রাজ্যে ইন্ডিয়া জোটের আশার আলো, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পর দিল্লিতেও সমঝোতা
India alliance's beacon of hope in 3 states, Maharashtra, Uttar Pradesh after agreement in Delhi too

The Truth of Bengal : লোকসভার আগে ধীরে ধীরে এগোচ্ছে বিরোধীরা। বিজেপিকে হারানোর জন্য একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার তোড়জোড় চলছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পর দিল্লিতেও সমঝোতার রাস্তা পাকা করল ইন্ডিয়া জোটের শরিকরা। দিল্লির ৭টি আসনের মধ্যে ৪টিতে লড়বে আমআদমিপার্টি, বাকি আসনে লড়বে কংগ্রেস। রাজ্যে রাজ্যে বিরোধীদের একসঙ্গে চলার ইচ্ছে চব্বিশে দুই শিবিরের লড়াই জোরদার করবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজেপি যখন বিরোধীদের জোট গঠনকে নানা বিদ্রুপ করছে তখন ঠাণ্ডা মাথায় জোটের ফর্মূলা বের করে কেন্দ্রের শাসকদের মুখের মতো জবাব দিচ্ছে ইন্ডিয়ার শরিকরা। ৫রাজ্যের ভোটে মোদি ম্যাজিক কাজ করেছে বলে দাবি করে দেশের বড় ভোটযুদ্ধে তার ডিভিডেন্ট পাওয়ার আশা করছে পদ্ম শিবির। বিজেপি যখন আত্মবিশ্বাসের সঙ্গে ৩৭০-র গন্ডি পেরিয়ে যাওয়ার হুঙ্কার ছু়ঁড়ছে তখন বিরোধীরা আঞ্চলিক স্বার্থ,দলের বাধ্যবাধকতাকে পাশে সরিয়ে রেখে সার্বিক সমঝোতার পথ বের করতে চাইছে।
ছোটখাটো মতভেদ,জোটের জটিলতায় যবনিকা টানায় আন্তরিক প্রয়াস যে বেশ লক্ষ্যণীয় তা এই প্রাক ভোট সমঝোতার বিন্যাস দেখে মনে করছেন অনেকেই। অনেকেই ভেবে ছিলেন,পশ্চিমবঙ্গ-কেরলের মতোই উত্তরপ্রদেশ,মহারাষ্ট্রও দিল্লি নিয়ে শরিকী বোঝাপড়া ঠিক করা বেশ কষ্টকর হতে পারে।কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বিরোধীরা দিল্লিতে বিজেপিকে আর জিততে না দেওয়ার লক্ষ্যপূরণ করতে যে এককাট্টা তা এবার বোঝাই যাচ্ছে।দুই শিবিরের নেতাদের দাবি, দিল্লির ৭টি লোকসভা আসনে সমঝোতা চূড়ান্ত। ৪টি আসনে লড়তে চায় আম আদমি পার্টি। বাকি ৩টি আসনে লড়তে পারে কংগ্রেস। বিনিময়ে গুজরাটে ২টি আসন ছাড়া হবে আপকে। লোকসভার লড়াইয়ের নানা ফ্যাক্টর কাজ করছে।দেশের রাজধানীতে লড়াইয়ের বিষয়ে দুদলের দূরত্ব কিছুতেই মিটছিল না।
কিন্তু আলাদা আলাদা লড়াইয়ের ফলে আখেরে যে বিজেপির লাভ হবে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আপের মতোই কংগ্রেসও।তাই বড় দলের অহঙ্কার ছেড়ে কংগ্রেস এখন আমআদমি পার্টির হাত ধরার সিদ্ধান্ত পাকা করেছে।সেজন্য, দিল্লির পাশাপাশি গুজরাট, অসম, হরিয়ানাতেও বিরোধী ঐক্যের ঝাঁঝ বা়ডছে।এর আগে উত্তরপ্রদেশেও বিজেপি বিরোধী শিবির আসন ভাগাভাগি ঠিক করে ফেলেছে। উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ১৭টিতে লড়বে কংগ্রেস। বাকি ৬৩আসনের লড়তে চায় সমাজবাদী পার্টি। বিরোধীদের এই সমঝোতা বিজেপির অশনি সংকেত। দেশের ৩-৩টি রাজ্যে ইন্ডিয়া জোট মোটের ওপর সমঝোতা চূড়ান্ত পাকা করে ফেলায় বিরোধীরা অনেকটাই এগিয়ে গেল বলা যায়।এখন বাকি রাজ্যের জটিলতা কাটাতে তাঁরা কতটা সফল হয় তাই দেখার।
FREE ACCESS