ভোটের আগে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা
Income Tax raids on CM's close aide's house in Jharkhand ahead of elections

Truth Of Bengal: ঝাড়খণ্ডে দুদফায় রয়েছে ভোট। ১৩ও ২০নভেম্বর এই নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে। এবার নির্বাচনের আগে তল্লাশি শুরু করল আয়কর দফতর। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ সুনীল শ্রীবাস্তবের বাড়িতে তল্লাশি চালায় আয়কর আধিকারিকরা।রাঁচি আর জামশেদপুর মিলিয়ে ৯জায়গায় তল্লাশি শুরু করে আয়কর আধিকারিকরা।বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি।
কয়েকদিন আগে খনি অফিসারের বাড়িতে চলে তল্লাশি চালায় সিবিআই। ঝাড়খণ্ডের এক খনি আধিকারিকের কাছ থেকে উদ্ধার হল ৭৫লক্ষ টাকা।সিবিআই কর্তারা নগদ ১৩লক্ষ টাকার বেশি বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে ৫২লক্ষ টাকার ওপর মূল্যবান গয়না বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সাহিবগঞ্জে এই অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্তারা। জানা গেছে, মোট ২০টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এই মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পঙ্কজ মিশ্রের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।
ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে ২০২৩সালের ২০নভেম্বর মামলা রুজু করা হয়। তারপরই তদন্তে নামে সিবিআই। সিবিআইয়ের রাঁচি ইউনিটের তরফ থেকে এই এফআইআর দায়ের করা হয়। সিবিআই এরপরই পবিত্র কুমার যাদব,রাজেশ যাদব, সঞ্জয় কুমার যাদব, সুবেশ মণ্ডলকে গ্রেফতার করে। সেই তদন্তের গতি পরবর্তী সময় বাড়ানোর চেষ্টা করে সিবিআই। এবার আয়কর দফতরও অভিযানে নামল। এখন নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির তত্পরতা কয়েকগুণ বেড়ে গেছে।