দেশ

ফুচকা বেচে আয় ৪০ লক্ষ! এল আয়কর দফতরের নোটিশ

Income of Rs 40 lakhs from selling fuchka! Notice from Income Tax Department

Truth Of Bengal: তামিলনাড়ুতে ফুচকা বেচে এক বছরে এক ব্যক্তি আয় করেছেন ৪০ লক্ষ টাকা। সে জন্য তাঁকে নোটিশও পাঠিয়েছে ভারতীয় আয়কর বিভাগ। এই অর্থের পুরোটাই নাকি তাঁর কাছে জমা পড়েছে অনলাইনে। এ কারণেই তাঁকে নোটিশ ধরিয়েছে জিএসটি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে তামিলনাড়ুর ওই যুবক ফুচকা বেচে আয় করেছেন ৪০ লক্ষ টাকা। অনলাইনে ইউপিআই পেমেন্টে তাঁর এই লেনদেনের হিসাব নজরে আসে। এর পরেই তাঁকে জিএসটি কর্তৃপক্ষ নোটিশ পাঠায়।

নিয়ম অনুযায়ী, কোনও ব্যবসায়ীর বার্ষিক আয় ৪০ লক্ষ টাকা বা তার বেশি হলে জিএসটি নম্বরে রেজিস্ট্রেশন করতে হয়। এই নিয়ম বাধ্যতামূলক হলেও ওই যুবক এই রেজিস্ট্রেশন করেননি। এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবসা করে যাচ্ছেন। এর জেরে গত মাসের ১৭ তারিখ একটি নোটিশ পাঠানো হয় ওই ফুচকাওয়ালাকে। এই নোটিশের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এই নির্দেশিকার ছবি পোস্ট দিয়ে নানা রকম মন্তব্য করছেন।

তামিলনাড়ু গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট এবং সেন্ট্রাল জিএসটি অ্যাক্টের ৭০ ধারায় সমনও জারি করা হয় ওই ফুচকাওয়ালার বিরুদ্ধে। তাঁর কাছে গত তিন বছরের লেনদেনের হিসাব চাওয়া হয়েছে। আয় সম্পর্কিত সব নথি ও ব্যাঙ্কের কাগজপত্র নিয়ে তাঁকে স্বশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।

Related Articles