দেশ

গত এক বছরে ভারতের ৪০% প্রবীণ নাগরিকের কোনো আয় নেই, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়

In the last one year, 40% of India's senior citizens have no income, the survey revealed

The Truth of Bengal,Mou Basu: ভারতের প্রবীণ নাগরিকদের আর্থিক অবস্থা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। গত এক বছরে দেশে কমপক্ষে ৪০% প্রবীণ নাগরিকের কোনো রকম আয় হয়নি। সবচেয়ে শোচনীয় অবস্থা গরিব ও সেভাবে শিক্ষার হার নেই এমন ব্যক্তিদের ক্ষেত্রে। HelpAge India’s সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শনিবার লখনউ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের একটি অনুষ্ঠানে প্রকাশিত হয় গবেষণা রিপোর্ট। ভারতের ১০টি রাজ্যের ২০টি টায়ার ওয়ান আর টায়ার টু শহরের বাসিন্দা ৫১৬৯ জন প্রবীণ নাগরিক ও বয়স্কদের দেখাশোনার দায়িত্বে থাকা এমন ১৩৩৩ জন কেয়ারগিভারদের ওপর গবেষণা চালানো হয়।

সমীক্ষায় দেখা গেছে, বয়সকালে প্রবীণ নাগরিকরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন এমন সুযোগ সুবিধা যেমন তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই তেমনই অনেক সুযোগ সুবিধার বিষয় জানেনও না। সমীক্ষায় দেখা গেছে, গত এক বছরে প্রতি তিনজন প্রবীণ নাগরিকের মধ্যে একজনের কোনো আয় নেই। এরমধ্যে পুরুষদের (২৭%) তুলনায় মহিলারা (৩৮%) রোজগারহীন বেশি। বছরে ৫০ হাজারের নীচে আয় ৩২% প্রবীণ নাগরিকের। মাত্র ২৯% প্রবীণ নাগরিকের পেনশন বা পিএফের সুবিধা রয়েছে।

৬৫% প্রবীণ নাগরিকের কোনো মতে আর্থিক ভাবে দিন গুজরান হলেও তাঁরা নিজেরাই জানান তাঁরা আর্থিক ভাবে মোটেও সুরক্ষিত নন। তাঁদের পর্যাপ্ত সঞ্চয় নেই। ৫২% প্রবীণ নাগরিক অসুস্থ। আর্থিক সঙ্গতি না থাকার কারণে গত এক বছরে ৭৯% প্রবীণ নাগরিক সরকারি হাসপাতালে বা ক্লিনিকে যেতে বাধ্য হয়েছেন। ৮০ বছরের ঊর্ধ্বে ৪৭% অতি প্রবীণ নাগরিক অসুস্থ হয়ে হাসপাতালে গেলেও তাঁদের নিজস্ব কোনো আয় নেই। ৩২% কেয়ারগিভার বয়স্কদের দেখাশোনার ক্ষেত্রে আর্থিক অসুবিধার মধ্যে পড়েছেন। ৩১% প্রবীণ নাগরিকের কাছে স্বাস্থ্যবীমার সুযোগ আছে। ২৪% প্রবীণ নাগরিক আর্থিক সঙ্গতি না থাকার কারণে বেসরকারি স্বাস্থ্যবীমা করাতে পারেননি।