দেশরাজ্যের খবর

গ্যাং-স্টারদের তথ্য জানতে জোর, যোগাযোগ বিহার ও ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গেও

In order to know the information of the gang-stars, contact the police of Bihar and Jharkhand as well

The Truth Of Bengal: পশ্চিমবঙ্গে একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িয়েছে ভিন রাজ্যের গ্যাংস্টারদের নাম। এরাজ্যে অপরাধ মূলক কাজ সংগঠিত করে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ঘটনা ভুরি ভুরি। আবার এমন তথ্য সামনে এসেছে, অন্য রাজ্যে বসে গ্যাংস্টাররা অপরাধমূলক কাজ সংগঠিত করেছে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর শিল্পাঞ্চল বা আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকায় এ ধরনের অনেক ঘটনা রাজ্য পুলিশের নজরে এসেছে।

এই সব গ্যাংস্টারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবার আরও তৎপর হল পুলিশ। সম্প্রতি এ রাজ্যে বেশ কিছু গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশি তদন্তে উঠে এসেছে গ্যাংস্টারদের যুক্ত থাকার অভিযোগ। আর এই নিয়ে আরো তৎপর পুলিশ প্রশাসন। এ ধরনের অপরাধীদের ধরতে আরও নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে পুলিশ। গয়নার দোকানে ডাকাতি নিয়ে অ্যাডভাইজারি জারি করলেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা। জানা গিয়েছে, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা জানান, অপরাধ জগতের এই ধরনের গ্যাঙদের ধরার জন্য পুলিশকে আরও সক্রিয় হতে হবে, গোয়েন্দা দফতরকে আরও সক্রিয় হতে হবে।

বিহার ও ঝাড়খন্ড পুলিশের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে যাতে এই ধরনের গ্যাংস্টারদের আরও তথ্য পাওয়া যায়। যে সমস্ত গ্যাং মেম্বার ধরা পড়ছে তাদের যাতে সঠিক শাস্তি হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এতে সাধারণ মানুষের পুলিশের উপর আস্থা তৈরি হবে। অন্যান্য রাজ্য থেকে এই গ্যাং মেম্বাররা ঢুকে পড়ছে, তার জন্য বর্ডার এরিয়ায় নাকা চেকিংয়ের প্রক্রিয়া আরও বাড়াতে হবে। সিপি-এসপিদের অ্যাডভাইজারি রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার।মহিলাদের সম্পর্কে যা অভিযোগ আসবে সেগুলি খুব স্পর্শকাতর হিসেবে দেখতে হবে। দ্রুত পদক্ষেপ নিতে হবে। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার।গণপিটুনি, ডাকাতি আটকাতে ফের রাজ্য পুলিশের তরফে ১১ দফা এডভাইজারই জারি। ১১ দফা এডভাইজারি দিল সব সিপি,এসপিকে এডিজি আইনশৃঙ্খলা। ক্লাবগুলোকে আরও সক্রিয় করতে হবে যাতে সঠিক সময় পুলিশ খবর পায়, ২৪ ঘন্টা ব্যাপী সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশদের আরও কাজে ব্যবহার করতে হবে ইন্টেলিজেন্স এর জন্য যাতে গণপিটুনি সংক্রান্ত সব খবর সঠিক সময় আসে। জেলায় জেলায় এই নির্দেশ রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলাএর।

Related Articles