দেশ

কিছুক্ষণের অপেক্ষা , অযোধ্যার মন্দিরের শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান

Ramlala's idol

The Truth of Bengal: আর কয়েক ঘণ্টা। তার পরেই অযোধ্যার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। যে অনুষ্ঠান শুরু হবে মঙ্গলধ্বনির মধ্যে দিয়ে। প্রায় ৫০টি বাদ্যযন্ত্র থেকে তৈরি ধ্বনি প্রায় দু ঘণ্টা ধরে বাজানো হবে। রবিবার এক  বিবৃতিতে একথা জানিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর। মন্দির উদ্বোধনের আগে এদিন অযোধ্যায় যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গীত ভারতীয় সংস্কৃতির অঙ্গ। সেই সুরকেই এবার কাজে লাগানো হবে রাম মন্দিরের উদ্বোধনে প্রাক মুহূর্তে। দু ঘণ্টার এই পুরো অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন শিল্পী যতীন্দ্র মিশ্র। সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত হবে এই মঙ্গলধ্বনি অনুষ্ঠান। রাম মন্দিরের প্রতিষ্ঠা যে কোনও ভারতীয়র কাছে গর্বের বিষয়। এমনটাই দাবি করেছেন মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাই। তাই, রামের সম্মানে এই মঙ্গলধ্বনি অনুষ্ঠানের আয়োজন। আর কয়েক ঘন্টার অপেক্ষা।তারপরই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাধামের এই মহামন্দিরে।আবেগের বন্যায় ভাসছে পুণ্যভূমি।. প্রায় ৫০০বছর পর অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা,তারপর মহামন্দিরে পুরুষোত্তম রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান।ভারত তো বটেই বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে আলাদা আবেগ,উচ্ছ্বাস,অনুভূতি বয়ে এনেছে।সোমবার  রামের জন্মভূমি অবধপুরীতে ভাবসাগরে ডুব দিয়ে তেতা যুগের অবতার রামকে নতুন রূপে প্রাণ প্রতিষ্ঠা করা হবে।ভক্তসমাজ বিশ্বাস করেপ্রাণ প্রতিষ্ঠার পর মূর্তির মধ্যে প্রাণ সঞ্চারিত হয়।তাই ভক্তরা ঈশ্বরের জাগ্রত স্বরূপ স্বীকার করে থাকেন।

একইসঙ্গে বিশ্বাস করা হয়, প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে সেই মূর্তির মধ্যে দৈবীয় শক্তি সঞ্চারিত হয়। সেই বিশেষ শক্তির সচেতন অবতার হয়ে পড়ে ওই মূর্তি।সনাতন রীতি মেনে তাই সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন নিঁখুত করার চেষ্টা হয়। মোক্ষদায়িনী অযোধ্যা ধামে ভক্তরা নানাভাবে ,ভক্তিতে প্রভূ রামের আর্শীবাদ নেওয়ার চেষ্টা করে। সকলের চোখে আনন্দাশ্রু, সকলের মুখে রামনাম। সন্ন্যাসী, সন্ত, পূজারী, নাগা সন্ন্যাসী, বুদ্ধিজীবী, রাজনীতিক, বনবাসী-সহ সমাজের সব স্তরের মানুষ জাতপাতের উর্ধ্বে উঠে একটাই প্রার্থনা করছেন সবাইকে সুখী রাখুক ভগবান।নানা মতের মানুষকে একসূত্রে গেঁথেছে সরযূ নদীর তীর।ধর্ম বিশ্বাসী মানুষ   অযোধ্যাকে পৃথিবীর বৈকুণ্ঠবলেন।সেই বৈকুন্ঠে ভারতের নানা প্রান্তের ভক্তরা এসে মিলিত হয়েছেন।সময় সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলা ১১টা ২০ মিনিটে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন।রবিবারই অযোধ্যায় এসে পৌঁছেছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত,আরএসএস প্রধান মোহন ভাগবত। বর্ণময় অনুষ্ঠানে থাকার কথা ,অমিতাভ বচ্চন, বিরাট কোহলী,অনুষ্কা শর্মা,আলিয়া ভাট,রতন টাটা,বীরেন্দ্র সেহবাগ সহ ৯০০জন ভিআইপির।আধ্যাত্মিক আবেগের ছোঁয়া নিতে আসবেন প্রায় ৬০জন ভিভিআইপি।

শৈব,   শাক্ত, বৈষ্ণব,বৌদ্ধ, জৈনসহ নানা ধর্মমতে বিশ্বাসী  ধর্মগুরু, ধর্মের সঙ্গে যুক্ত  বিশ্ববিদ্যালয়ের আচার্য, ১৫০ জন সন্ত, ৫০-এর বেশি , পাহাড়বাসী, দ্বীপবাসী,বনবাসী একযোগে উপস্থিত থাকবেন। সেজন্য বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।আকাশপথে ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। এরমধ্যে রবিবার উত্তরপ্রদেশ প্রশাসন দাবি করে,৩ সন্দেহভাজন খালিস্তানী জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাই রাম রোশনাইয়ের মাঝে নজরকাড়া নিরাপত্তাও লক্ষ্যণীয়। অযোধ্যা ধামে মিনি ভারত’-এর দর্শন  যাতে ভক্তরা পায় সেজন্য দূরদর্শন নানা টেলিভিশনে এই মহতী অনুষ্ঠান সম্প্রচার করা হবে।স্যাটেলাইটের মাধ্যমেও রামগুণগানের অনুষ্ঠান দেখা যাবে। কেন্দ্রীয় সরকার সোমবার ছুটি ঘোষণা করেছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশের মতোই আপশাসিত দিল্লিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। কংগ্রেসশাসিত হিমাচল সরকারও পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। কলিযুগে রামনামে এই হাইপ্রোফাইল অনুষ্ঠান আর হাইটেক সম্প্রচার যেন ধর্মীয় ভাবনাকে নতুন মোড়ক দিয়েছে বলা যায়।

Related Articles