চলতি বর্ষায় হিমাচল প্রদেশে হড়পা বান ও মেঘভাঙা বৃষ্টির জেরে নিহত বহু, নিখোঁজ একাধিক
In Himachal Pradesh, many have been killed and many are missing due to Harpa Ban and Meghvanga rains.

Truth Of Bengal: চলতি বর্ষায় লাগাতার বৃষ্টি ও হড়পা বানের জেরে নাজেহাল হিমাচলপ্রদেশের মানুষ। মেঘভাঙা বৃষ্টি ও ৫১টি হড়পা বানে ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ এখনও পর্যন্ত ৩৩ জন। প্রশাসন সূত্রে খবর পাওয়া যায়, হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি সব থেকে বেশি পরিমানে বিপর্যস্ত। ২২টি হরপা বান ও মেঘ ভাঙা বৃষ্টি হয় সেখানে।
এই জায়গার পরই যে জায়গার নাম আসে তা হল কিন্নর। সেখানে এই ধরনের বিপর্যয় হয় মোট ১১ টি। কিন্নরের পরই রয়েছে উনা। যে জায়গা ৬ বার বিপর্যস্ত হয়েছে। কুলু ও মান্ডি তিনবার বিপর্যয়ের মুখে পড়েছে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, বর্ষার সময় এই ভয়াবহ বিপর্যয়ের জেরে হিমাচলে ১২১ টি বাড়ি ভেঙে যায়। যার মধ্যে কিছু বাড়ি সম্পূর্ণ রূপে ভেঙে পড়ে, আবার কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
২৭ জুন থেকে ১৬ অগাস্ট পর্যন্ত অন্নতত পক্ষে ৩৫ বার ঝসের .কবলে পড়েছে সে রাজ্য। নয়বার ধস নেমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচলপ্রদেশের মান্ডি, ছয় বার ধস নেমে বিপর্যস্ত হয়েছে পড়ে কিন্নর ও শিমলা। লাহৌল, স্পিতি ও চম্বায় ধস নামে চারবার। তবে স্থানীয় সবত্রে খবর, প্রশাসনের দেওয়া পরিসংখ্যানের তুলনায় বাস্তবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হিমাচলপ্রদেশ। রবিবার সকালেও বৃষ্টির জেরে ৯৫ টি রাস্তা বন্ধ ছিল সেখানে। ১ হাজার ১৪০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে দাবি হিমাচল প্রদেশ সরকারের।