দেশ

ফ্লাইটের যাত্রীরা শুধুমাত্র অনুমতি পেলেই WiFi অ্যাক্সেস করতে পারবেন

In-flight passengers can access WiFi only when allowed, say new rules

Truth of bengal: সোমবার সরকার থেকে স্পষ্ট করা হয়েছে যে ফ্লাইটে যাত্রীরা wifi এর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে সক্ষম হবে। ইন্টারনেট পরিষেবা তখনই ব্যবহার করতে পারবেন যখন আকাশমায় তিন হাজার মিটার উচ্চতায় পৌঁছানোর পরে বিমানের ইলেকট্রিক ডিভাইসগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।

ফ্লাইট এবং মেরিটাইম কানেক্টিভিটি রুলস ২০১৮র অধীনে সরকার বাধ্যতামূলক করেছেন যে ইন ফ্লাইট এবং মেরিটাইম কানেক্টিভিটি পরিষেবা প্রদানকারীরা টেরিস্ট্রিয়াল মোবাইল নেটওয়ার্ক গুলিতে হস্তক্ষেপ এড়াতে ভারতীয় আকাশের ন্যূনতম ৩০০০ মিটার উচ্চতায় বিমানে মোবাইল যোগাযোগ পরিষেবা গুলি পরিচালনা করবে।

উল্লেখ্য ভারতীয় আকাশমার ন্যূনতম উচ্চতার পরেই বিমানে ইলেকট্রিক ডিভাইসগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হলে বিমানে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা উপলব্ধ করা যাবে। এই বিজ্ঞপ্তি নিয়মটিকে বলা হয় ফ্লাইড এন্ড মেরি টাইম কানেক্টিভিটি।

Related Articles