আন্তর্জাতিক রুটের পর ডোমেস্টিক রুটেও এবার মাঝ আকাশে চলন্ত বিমানে ইন্টারনেট পরিষেবা
In-flight internet service now available on domestic and international routes

Truth Of Bengal: মৌ বসু: এবার থেকে অভ্যন্তরীন বিমান পরিবহণ রুটেও মাঝ আকাশে চলন্ত বিমানে মিলবে ইন-ফ্লাইট ইন্টারনেট পরিষেবা। কারণ, ফ্লাইট এবং মেরিটাইম কানেক্টিভিটির নিয়মে বড় সংশোধন করল কেন্দ্র। এতদিন নিরাপত্তার কথা মাথায় রেখে শুধু আন্তর্জাতিক রুটগুলোতেই ওয়াইফাই সীমাবদ্ধ রেখেছিল বিমান সংস্থাগুলো।
এই নিয়ম শিথিল হওয়ার ফলে বিমানযাত্রীরা এবার থেকে নির্বিঘ্নে দেশের ভেতরে ডোমেস্টিক রুটেও বিমানের মধ্যে ওয়াইফাই উপভোগ করতে পারবেন। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল ৩ হাজার মিটারের বেশি উচ্চতার বিমানে ইন্টারনেট পরিষেবা দেওয়া যাবে না।
দেশের ভেতর যাতায়াতকারী অভ্যন্তরীণ বিমান ৮,০০০ থেকে ১১,০০০ মিটারের মধ্যে উড়ে থাকে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার। তবে বর্তমান উন্নত প্রযুক্তির ফলে বিমানের নিরাপত্তায় খুব বেশি প্রভাব ফেলে না ওয়াইফাই।
এবার নিয়ম এদিন শিথিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। গত ২৮ অক্টোবর ফ্লাইট এবং মেরিটাইম নিয়মে কিছু সংশোধনী ঘোষণা করে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক। নিয়ম শিথিল হওয়ার ফলে অসামরিক বিমান পরিবহণ সংস্থাগুলি এবার ইন-ফ্লাইট পরিষেবা চালু করতে পারবে।
তবে এর জন্য আলাদা করে অতিরিক্ত অ্যান্টেনা এবং মডেম বসাতে হবে। স্যাটেলাইট অথবা অন-গ্রাউন্ড স্টেশনগুলির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। বর্তমানে, শুধু ভিস্তারা একমাত্র ভারতীয় বিমান পরিবহণ সংস্থা, যারা আন্তর্জাতিক রুটে ইন্টারনেট পরিষেবা দেয়। তাও শুধু ২০ মিনিট বিনামূল্যে ইন্টারনেট পাওয়া যায়। তারপর ওয়াইফাই পাওয়ার জন্য যাত্রীদের গাঁটের কড়ি খরচ করতে হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত সেলুলার ইন্টারনেটের তুলনায় ইন-ফ্লাইট ওয়াইফাই অত্যন্ত ব্যয়বহুল।