অরুণাচলে অব্যাহত গেরুয়া ঝড়, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অসমে প্রেম সিং তামাংয়ের দল
In Arunachal, Tala Gerua Bhara, Prem Singhma's party in Assam with a majority

The Truth Of Bengal: অরুণাচল প্রদেশে ফের গেরুয়া ঝড়। ক্ষমতায় ফিরল বিজেপি। আগামী ৪ ঠা জুন দেশজুড়ে লোকসভা ভোটের ফল তার আগেই কিছুটা স্বস্তিতে গেরুয়া শিবির। অরুণাচল প্রদেশের ৬০ টি বিধানসভার আসনের মধ্যে ৪৬ টিই পেয়েছে বিজেপি। হাতেগোনা কয়েকটি আসন পেয়েছে বিরোধীরা। অপরদিকে সিকিমে ফের ক্ষমতায় ফিরছে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা।
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় বিরোধী শিবিরকে ধরাশায়ী করে দিয়েছে সিকিমের বর্তমান শাসক দল। ৩২ আসন বিশিষ্ট সিকিমের বিধানসভায় এসকেএম একাই পেয়েছে ৩১ টি। শুধুমাত্র একটি আসন পেয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট।প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফার সঙ্গেই ভোট হয়েছিল অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভার। এক দফাতেই অরুণাচলের ৬০ আসনে ও সিকিমের ৩২ আসনে ভোট হয়। যার মধ্যে সিকিমের বিধানসভা নির্বাচনে ৭৯.৮৮ শতাংশ ও অরুণাচল প্রদেশে ৮২.৯৫ শতাংশ ভোট পড়েছিল।
অরুণাচলের বিজেপির পাল্লা ভারী ছিল তারা আভাস আগেই মিলেছিল। কারণ ৬০ টির মধ্যে ১০টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যায় বিজেপি। যার মধ্যে ছিলেন অরুণাচলের বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও উপ মুখ্যমন্ত্রী ছৌনা মেইয়ি।অরুণাচল প্রদেশে এই বিপুল জয়ের পর সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার শুধুমাত্র বিধানসভা ভোটের গণনা হল। আগামী ৪ জুন দেশের বাকি অংশের সঙ্গেই অরুণাচল এবং সিকিমে লোকসভা ভোটের গণনা হবে।