দেশ

বড় কূটনৈতিক জয়, এই কারণে ভারতকে ২ ৮ টি দ্বীপ হস্তান্তর করল মালদ্বীপ

In a major diplomatic victory, Maldives handed over 28 islands to India

Truth Of Bengal: ভারতের প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ তাদের অবস্থান বদল করছে। বিরোধিতা দূর করে আবারও বন্ধুত্ব স্থাপনে এগিয়ে এসেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞদের ধারণা মালদ্বীপ ধীরে ধীরে তাদের ভুল বুঝতে পেরেছে। আর তাই সমস্ত তিক্ততা কাটিয়ে আবারও ভারতের সঙ্গে সুন্দর বন্ধুত্ব স্থাপনে ব্রতী হয়েছে।

সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজ্জু ‘ইন্ডিয়া আউট’ মন্তব্য করেছিলেন। এই মন্তব্যে জেরে ক্ষুব্ধ হয়েছিল ভারতীয়রা। মালদ্বীপের অর্থনীতি নির্ভর করে পর্যটনের ওপর। আর সেই পর্যটকদের একটা বড় অংশ ভারতীয়। মালদ্বীপের ভারত বিরোধী অবস্থানে জেরে ভারতীয় পর্যটকরা সে দেশের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিল।

গত কয়েক মাসে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র অর্থনৈতিকভাবে যথেষ্ট বেগ পেয়েছে পর্যটন শিল্পের উপর আঘাত আসায়। এর মধ্যে আবারও সুসম্পর্ক স্থাপনে এগিয়ে এসেছে সে দেশের রাষ্ট্র নেতারা। ভারতের সঙ্গে ২৮ টি দ্বীপ হস্তান্তর করেছে মালদ্বীপ। এটিকে কূটনৈতিক জয় হিসাবেই দেখছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা।

ধীরে ধীরে মালদ্বীপ তাদের অবস্থান বদল করছে তা স্পষ্ট। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকর মালদ্বীপ সফর করছেন। দু’দেশের সম্পর্কের উপর বিশেষ জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দু’দেশের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলির উপর বিশেষ নজর দেয়া হয়েছে। মালদ্বীপের বেসামরিক সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেয়া হয়েছে। এছাড়াও মালদ্বীপের স্বাস্থ্য শিক্ষা সহ একাধিক বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছে ভারত। মালদ্বীপের ২৮টি দ্বীপে ভারতের লাইন অফ ক্রেডিটের সাহায্যে জল ও নিষ্কাশনের দায়িত্ব ভারত নিজেদের কাঁধে তুলে নিয়েছে।

Related Articles