দেশ

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! শীতের পথে কাঁটা ‘ফেনজল’?

IMD issues alert depression in bay of bengal

Truth Of Bengal: ধীরেধীরে শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যে। তার মাঝেই ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি জানিয়েছে, আজই দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে খবর আইএমডি সূত্রে।

তবে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় এর তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ বা তীব্রতা সম্পর্কে কোনও তথ্য দেয়নি আইএমডি।

উল্লেখ্য, অক্টোবর মাসের শেষের দিকেই ঘূর্ণিঝড় ‘দানা’ তাণ্ডব চালিয়েছিল ওড়িশ্যা উপকূলে। এবার ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তার নাম হবে ‘ফেনজল’। ফেনজলের নামকরণ করেছে সৌদি আরব।

এদিকে, রাজ্যের সব জেলাতেই শীতের আমেজ। আগামী পাঁচদিন তেমন কোনও হেরফের হবে না আবহাওয়ায়। অন্যদিকে, উত্তরবঙ্গে মূলত শষ্ক আবহাওয়া থাকবে। শীতের আমেজে সপ্তাহজুড়ে মনোরম পরিবেশ উত্তরের জেলাগুলোতে। সকালের দিকে কুয়াশার চাদরে ঢেকেছে দার্জিলিং এবং দুই দিনাজপুর। তবে, সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা যত গড়াবে পরিষ্কার হবে আকাশ।

Related Articles