তুরস্ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করল আইআইটি বম্বে
IIT Bombay cancels agreement with Turkish university

Truth of Bengal: দেশের স্বার্থকে সর্বোচ্চ স্থান দিয়ে এবার তুরস্কের সঙ্গে সমস্ত শিক্ষা সংক্রান্ত চুক্তি বাতিল করল আইআইটি বম্বে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশের প্রথম সারির এই প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান। সেই পোস্টে বলা হয়েছে, ‘বর্তমানে তুরস্কের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক বিবেচনা করে আইআইটি বম্বে সেখানকার সমস্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করছে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’ সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর পাকিস্তানকে সরাসরি সাহায্য করার অভিযোগ ওঠে তুরস্কের বিরুদ্ধে। যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানকে ড্রোন সরবরাহ এবং সেনা সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে তুরস্ক সরকারের বিরুদ্ধে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকার পরেও এই আচরণকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছে বহু মহল। এর প্রতিবাদেই শুরু হয়েছে তুরস্ক বয়কটের ডাক।
সব মিলিয়ে, পাকিস্তানকে যুদ্ধ সামগ্রী ও সামরিক সহায়তা দেওয়ার পরিণতিতে তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। এবং তারই অংশ হিসেবে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান তাদের দ্বিপাক্ষিক সহযোগিতা বন্ধ করে দিচ্ছে। এর আগে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। একই পথে হেঁটেছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ও।
এবার সেই তালিকায় যুক্ত হল আইআইটি বম্বের নাম। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, নিরাপত্তার দিক বিবেচনা করে ভারতের বহু বিমানবন্দরে পরিষেবা দেওয়া তুরস্কের সংস্থা সেলেবির সঙ্গে চুক্তিও বাতিল করেছে কেন্দ্র।