দেশ

মোদি ক্ষমতায় এলে ৬মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হাতে আসবেঃ যোগী

If Modi comes to power, Pakistan Occupied Kashmir will come to India within 6 months: Yogi

The Truth of Bengal: নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে ৬মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করা হবে।আর পাকিস্তান দখলে রাখতে পারবে না।আরও চড়া সুরে হুঙ্কার ছুঁড়লেন যোগী আদিত্যনাথ।শনিবার মহারাষ্ট্রের পালঘারে পদযাত্রায় একথা জানান তিনি। উগ্র জাতিয়তাবাদী আবেগে শান দিয়ে যোগীর হুঁশিয়ারি শত্রু দেশ যদি আমাদের দেশের মানুষকে মারে তাহলে আমরা বসে থাকব না।ইটের জবাব পাটকেলে দেওয়া হবে বলে টিট ফর ট্যাট বিদেশনীতির কথাও স্পষ্ট করে দিয়েছেন হিন্দুত্বের পোস্টার বয়।এই প্রসঙ্গে বলা যায়, বর্তমানে পাকিস্তানের পক্ষে পিওকে দখলে রাখা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।প্রায়দিনই দেখা যাচ্ছে,এই পিওকেতে ভারতের পতাকা উড়ছে।বিদ্যুত্ পাচার করে নিয়ে যাওয়া থেকে শুরু করে পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠেছে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে।যারজন্য বিদ্রোহের আগুন জ্বলে পাক অধিকৃত কাশ্মীরে।  অসম্ভব করের বোঝা, মূ্ল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও বিদ্যুত ঘাটতি  নিয়ে গত ৯মে থেকে প্রতিবাদে মুখর হয়ে ওঠে সীমান্তপারের সেই অঞ্চল।

মানবধিকার লঙ্ঘন থেকে স্বাধীনতাহরণ সবই পাকিস্তানের শাহবাজ শরিফের সরকার করছে বলে সোচ্চার হন  পাক অধিকৃত কাশ্মীরের মানুষ।শুধু এবছরই নয়,এর আগে একাধিকবার বিদ্রোহের আঁচে পোড়ে এই এলাকা।যখনই মুক্তির দাবিতে ওপারের কাশ্মীরবাসী মুখ খুলেছে তখনই সীমাহীন অত্যাচার নেমে এসেছে। ২০১৯এ মুজফফরবাদ, রাওয়ালকোট এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন ছোট-বড় শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় হাজার হাজার কাশ্মীরবাসী। তাঁদের মুখে ছিল পাক সরকার বিরোধী স্লোগান। তাঁরা পাক আধিপত্য থেকে মুক্তি চাইছেন বলে সোচ্চার প্রতিবাদে তুলে ধরেন।  দেখা যায় বিদ্রোহের আঁচে উত্তাল হয় এলাকা। পাকিস্তানের রেঞ্জার্স থেকে পুলিশ সবাই  জনতার ওপর নির্বিচারে টিয়ারগ্যাস ছোঁড়ে,পেলেট ও বুলেট ছোঁড়ে।

পুলিশ ও আধাসেনার বেপরোয়া গুলিতে কয়েকজন প্রতিবাদী নিহত হন। পাকিস্তানের সরকার বিরোধী প্রতিবাদ ক্রমশ ভয়ঙ্কর আকার নেওয়ায় সেদেশের অভ্যন্তরীণ শান্তিও সুস্থিতি প্রশ্নের মুখে পড়ছে বারবার। একথা তুলে ধরে যোগীর ভবিষ্যতবাণী আর নয়,নরেন্দ্র মোদি হ্যাটট্রিক করলেই পাক অধিকৃত কাশ্মীর হাতছাড়া হবে পাকিস্তানের।জবরদস্তি ভারতের জায়গা দখলের পাক প্রয়াস বানচাল হয়ে যাবে বলেও যোগীর সাফকথা।কংগ্রেসকে নিশানা করে যোগীর অভিমত,আসলে কংগ্রেস দুর্বল বলে এতদিন এই কাজ করতে পারেনি।সন্ত্রাসবাদের কাজে মাথা নত করে।এখন মোদি  দেশের স্বার্থে জবরদখল হঠিয়ে সঠিক কাজ করার সদিচ্ছা দেখাতে পারছে বলেও মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Related Articles